এটি 8 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা যুক্ত এই রেয়ার ক্যামেরাটি LED ফ্ল্যাশ যুক্ত
Moto C Plus এই সবে ভারতে লঞ্চ করা হয়েছে। ভারতে এর দাম Rs 6,999 করা হয়েছে। এই স্মার্টফোনটি এবার অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাচ্ছে।
Moto C Plus এর ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। আর এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার আছে। এটি মালী- T720 GPU যুক্ত। এটি 2GB র্যাম যুক্ত। এতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়।
এতে থাকা ক্যামেরা সেটআপ কেমন তা একাবার দেখে নেওয়া যাক। এতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে রেয়ার ক্যামেরাটি LED ফ্ল্যাশ কুক্ত। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এর ব্যাটারি 4000mAh এর। এটি 4G VoLTE ফিচার যুক্ত। এর থিকনেস 10mm আর এর ওজন 162 গ্রাম।