Xiaomi Redmi 4A কে প্রতিযোগিতায় ফেলতে Lenovo আনবে MotoC, C Plus
এই স্মার্টফোনটি ব্ল্যাক আর গোল্ড দুটি কালার ভেরিয়ান্টে পাওয়া যেতে পারে
Xiaomi Redmi 4A কে প্রতিযোগিতায় ফেলতে Lenovo তারাতারিই একটি নতুন বাজেট স্মার্টফোন সিরিজ লঞ্চ করবে. একে Moto C সিরিজ নাম দেওয়া হবে. সি সিরিজে কোম্পানি Moto C আর Moto C Plus স্মার্টফোন লঞ্চ করবে.
Motorolaর এই নতুন স্মার্টফোন কে moto C নাম দেওয়া হয়েছে. চিনের ওয়েবসাইট Weibo এই স্মার্টফোনের হোয়াইট কালার ভেরিয়ান্টের ছবির সঙ্গে সামনে এনেছে. এই স্মার্টফোনটি ব্ল্যাক,গোল্ড আর রেড কালার ভেরিয়ান্টেও পাওয়া এতে পারে.
এই ডিভাইসের ফ্রন্ট প্যানেলে একটি ফিজিকাল নেভিগেশন বটন আছে. এই ডিভাইসটির টপে ফ্রন্ট ক্যামেরা আছে. এই স্মার্টফোনটি অনেক ক্ষেত্রেই অন্যান্য moto স্মার্টফোনের মতন. এই ডিভাইসের ব্যাক প্যানেলে একটি রেয়ার ক্যামেরা আছে.
এর ক্যামেরা Moto G5 Plus এর মতনই. এই ডিভাইসের বটমে স্পিকার গ্রিল আর মোটোর লোগো আছে.এই ডিভাইসে 5.0 বা 5.2 ইঞ্চির ডিসপ্লে আছে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে.
এই ডিভাইসে 16 মেগাপিক্সাল ক্যামেরা থাকতে পারে. এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 আউট অফ দি বক্স আছে. এই ডিভাইসে 3800mAh ব্যাটারি আছে. এছাড়া মোটো নিজেদের E সিরিজ স্মার্টফোনেও কাজ করছে.
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile