Moto C আর Moto C Plus এর ছবি লঞ্চ হওয়ার আগেই লিক হল

Updated on 18-Apr-2017
HIGHLIGHTS

মোটো তাদের E সিরিজ স্মার্টফোনেও কাজ করছে

মোবাইল তৈরির কোম্পানি Motorola তাদের মোটো সিরিজে কিছু নতুন ফোন অ্যাড করতে পারে. এই সিরিজের মধ্যে কোম্পানি তাড়াতড়ি Moto C আর Moto C Plus লঞ্চ করতে পারে. লঞ্চিং এর আগেই এই ডিভাইসের ছবি লিক হয়ে গেছে.

এই ডিভাইসের ফ্রন্ট প্যানেলে একটি ফিজিকাল নেগেভেশন বটন আছে. এই ডিভাইসটির টপে ফ্রন্ট ক্যামেরা আছে. এই স্মার্টফোনটি অন্যান্য moto ফোনের মতনই. এই ডিভাইসের ব্যাক প্যানেলে একটি রেয়ার ক্যামেরা আছে.

এর ক্যামেরা Moto G5 Plus এর মতনই. এই ডিভাইসটির বটনে স্পিকার গ্রিল আর মোটোর লোগো আছে. এই ডিভাইসে 5.0 বা 5.2 ইঞ্চি ডিসপ্লে আছে. এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে.

আরো দেখুন: Nokia6 অ্যান্ড্রয়েড 7.1.1 আপডেট পাবে

এই ডিভাইসে 16MP ক্যামেরা থাকতে পারে. এই ডিভাইস অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 আউট অফ ডি বক্স আছে. Moto C তে 2350mAh ব্যাটারি থাকতে পারে. যেখানে Moto C Plus এ 4000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা আছে. এছাড়া মোটো তাদের E সিরিজ স্মার্টফোনের ওপরেও কাজ করছে.

আরো দেখুন: Jio ইউজার্সরা এবার এয়ার এশিয়ার টিকিট কাটার সময় 15% ডিস্কাউন্ট পাবে

আরো দেখুন: Airtel নিয়ে এল একটি নতুন অফার, এবার নিজেদের গ্রাহকদের জন্য দিচ্ছে ফ্রি 30GB ডাটা

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :