REDMI 7A র মডেল নাম্বার জানা গেছে এটি তাড়াতাড়ি লঞ্চ হবে

Updated on 21-Jun-2019
HIGHLIGHTS

Redmi 7A M1903C3EI মডেল নাম্বারের সঙ্গে ভারতে আসবে

এই ফোনটি Redmi K20 আর Redmi K20 Pro র সঙ্গে লঞ্চ হতে পারে

ফোনটি 6000 টাকার কাছাকাছি দামে লঞ্চ হতে পারে

সম্প্রতি সাওমি চিনে তাদের Redmi 7A ফোনই লঞ্চ করেছিল আর এবার এই ফোনটি ভারতে আসবে বলে মনে হচ্ছে। একটি রিপোর্ট অনুসারে জানা গেছে যে এই ফোনটি 2019 সালের জুলাই মাসে ভারতে আসবে। XDA developer yshalsager Redmi 7A ফোনের কিছু মডেল আউটঅফদ্যা বক্স জানিয়েচঝে আর গ্লোবাল ভেরিয়েন্টে আইডেন্টিফায়ার্স  M1903C3EG আর र M1903C3EH আর ভারতের এর মডেল নাম্বার  M1903C3EI । মডেল নাম্বার জানার পরে আশা করা হচ্ছে যে এই ফোনটি তাড়াতাড়ি ভারতে আসবে।

সাওমি জানিয়েছে যে তাদের Redmi K20 আর Redmi K20 Pro ফোন দুটি ভারতে জুলাই মাসে আসতে পারে এই ফোনের সঙ্গেই ভারতে Redmi 7A ও আসতে পারে। চিনে এই ফোনটি RMB 599(প্রায় 6,050 টাকা) লঞ্চ করা হয়েছে।

এই ডিভাইসটি পলিকার্বোনেট ব্যাকের আর এই ফোনে স্প্ল্যাশ প্রুফ করা জন্য এতে P2i ন্যানো কোটিং দেওয়া হয়েছে। সাওমি Redmi 7A ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত MIUI 10 য়ে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে আপনারা 5.45 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত HD+ ডিসপ্লে।

Redmi 7A ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 439 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ডিভাইসটির র‍্যাম আর স্টোরেজ অপশানের বিষয়ে এখনও জানা জায়নি তবে এই ডিভাইসে আপনারা মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন।

এই ফোনে একটি 4000mAh য়ের ডিভাইস আছে যার 10W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা 13MP র ক্যামেরা পাবেন আর সঙ্গে ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এই ফোনে AI নির্ভর ফেস আনলক প্রযুক্তি দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :