digit zero1 awards

Xiaomi Mi 5 আর Mi 5s Plus ফোন দুটি MIUI 9’র আপডেট পাওয়া শুরু করেছে

Xiaomi Mi 5 আর Mi 5s Plus ফোন দুটি MIUI 9’র আপডেট পাওয়া শুরু করেছে
HIGHLIGHTS

একটি ভাল ফোল্ডার ক্লিনার, অপ্টিমাইস সিস্টেম ডিক্রিশান স্পিড আর ক্যামেরা অ্যাপের সঙ্গে লগব্যাচ সাপোর্ট এই আপগ্রেডেশানের অংশ

দু সপ্তাহ আগে MIUI 9 ব্যাবহারিক ভাবে দেওয়া শুরু হয় আর Mi 5 ও Mi 5s Plus এই আপডেট পাওয়া শুরু করেছে।

MIUI V9.1.1.0 NAAMIEI আপডেট 571 MB’র দেওয়া হচ্ছে। আর এই আপডেটটিতে বেশ কিছু নতুন ফিচার্স দেওয়া হয়েছে। অ্যাপের জন্য ডুয়াল অ্যাপ সাপোর্ট করে আর ব্যাটারি চার্জিং এ ক্ষেত্রেও কন্ট্রোল করে।

একটি ভাল ফোল্ডার ক্লিনার, অপ্টিমাইস সিস্টেম ডিক্রিশান স্পিড আর ক্যামেরা অ্যাপের সঙ্গে লগব্যাচ সাপোর্ট এই আপগ্রেডেশানের অংশ ।

এর হোম পেজটি সম্পূর্ণ ভাবে রিডিজাইন করা হয়েছে, এর ক্যালেন্ডার অ্যাপে রাশিয়ার ছুটির তালিকা আছে। কিছু থিম আপডেট করা হয়েছে আর ডিফল্ট থিমে কছু অ্যাপে অ্যানিমেটেড আইকন দেওয়া হয়েছে।

Xiaomi Mi 5 ডিভাইসটিতে যে যে নতুন ফিচার্স দেওয়া হয়েছে তাই Xiaomi Mi 5s Plus ফোনটিতে দেখা যাবে। যা MIUI V9.1.1.0 NBGMIEI নামে হেবি আপডেট পাচ্ছে আর এর সাইজ 1.3 GB।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo