অপারেটিং সিস্টেমের নতুন আপডেট MIUI 14 ভারতে আসতে চলেছে
এটি অ্যান্ড্রয়েড 13 -এর উপর ভিত্তি করে আনা হচ্ছে
Xiaomi -এর তরফে জানানো হয়েছে যে এটি 27 ফেব্রুয়ারি ভারতে আসবে
অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন হল MIUI 14। Xiaomi -এর তরফে তাদের ফোনে এই আপডেট দেওয়া হবে। অ্যান্ড্রয়েড 13 -এর উপর ভিত্তি করে MIUI 14 আনা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের একাধিক ফোনে এই আপডেট চলে এসেছে। তবে সেখানে MIUI 14 -এর সব ফিচার নেই। Xiaomi -এর তরফে জানানো হয়েছে যে ভারতে এই MIUI 14 আগামী 27 ফেব্রুয়ারি লঞ্চ করবে। ঠিক তার একদিন আগে, অর্থাৎ 26 তারিখ লঞ্চ করবে Xiaomi 13 Pro। এবং এটাই প্রথম ফোন হতে চলেছে যেখানে MIUI 14 -এর সাপোর্ট মিলবে।
Xiaomi -এর তরফে একাধিক পরিবর্তন আনা হয়েছে এই MIUI -এর ইন্টারফেসে। এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে। অ্যানিমেশনের অভিজ্ঞতা আরও ভালো হবে, সঙ্গে দ্রুত হবেন বিল্ট ইন অ্যাপের ক্ষেত্রে অনেক সুবিধা মিলবে। এবার দেখা নেওয়া যাক কোন কোন ফোনে এই আপডেট আসতে চলেছে।
Xiaomi এর কোন কোন ফোনে এই আপডেট মিলবে?
Xiaomi 12 Pro, Mi 11 Ultra, Xiaomi 11i, Xiaomi 11i Hypercharge, Xiaomi 11T Pro, Xiaomi Pad 5, Mi 11X, Mi 11X Pro, Mi 11 Lite, Xiaomi 11 Lite NE 5G ফোনে মিলবে এই আপডেট।
Poco এর কোন কোন ফোনে আপডেট মিলবে?
Poco M4 Pro 5G, Poco X4 Pro 5G, Poco F3 GT, Poco F4, Poco M4 Pro, Poco M4, Poco M3 Pro 5G ফোনে মিলবে এই আপডেট।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.