মাইক্রোম্যাক্স তাদের নিজেদের আল্ট্রা বাজেট স্মার্টফোন মায়ক্রম্যাক্স স্পার্ক ভিডিও (Micromax Spark Vdeo) লঞ্চ করেছে. এই ফোনটি 24মার্চ স্ন্যাপডিলে পাওয়া যাবে. এই ফোনটির দাম Rs.4,499.এই ডিভাইসে ভিডিও কলিং এর জনি গুগল প্রথম থেকে ইনস্টল্ড আছে.
এই ডিভাইসটি 4.5 ইঞ্চির স্ক্রিন যুক্ত. এই ডিভাইসটিতে 1800mAh ব্যটারি আছে. এতে কোয়াডকোর কোয়াল্কম ফিচার্স আছে.
এই ডিভাইসটিতে ইন্টারনাল স্টোরেজ 8GBর, এটি অ্যান্ড্রয়েড 6.0 মার্সমেলো তে কাজ করে. এতে 5মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে এবং ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের. এই স্মার্টফোনটি 12টি আঞ্চলিক ভাষা সাপোর্ট করে. এটি তামিল, তেলেগু, হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, মারাঠি সহ আরো অনেক ভাষা যুক্ত.
মাইক্রোম্যাক্সের CEO রাহুল শর্মা জানিয়েছেন যে,মাইক্রোম্যাক্স তারাতারি একটি ডুয়াল ক্যামেরা স্মার্টফোন ভারতীয় বাজারে নিয়ে আসতে পারে.