Micromax ডুয়াল ক্যামেরা যুক্ত দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে, এর দাম স্পেক্স আর ফিচার্সের বিষয়ে জানুন

Micromax ডুয়াল ক্যামেরা যুক্ত দুটি স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে, এর দাম স্পেক্স আর ফিচার্সের বিষয়ে জানুন
HIGHLIGHTS

স্মার্টফোন তৈরির কোম্পানি মাইক্রোম্যাক্স নতুন N সিরিজয়ের দুটি নতুন স্মার্টফোন N11 আর N12 লঞ্চ করেছে আর এই দুটি স্মার্টফপ্ন 10,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হয়েছে

বৈশিষ্ট্য

  • দুটি ফোনই 10,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হয়েছে।
  • এই দুটি ফোন মাইক্রোম্যাক্সের নতুন সিরিজ N য়ের মধ্যে লঞ্চ হয়েছে।
  • দুটি স্মার্টফোনে নচ ডিসপ্লে আছে।

 

মাইক্রোমক্যাক্স তাদের নতুন N সিরিজের মধ্যে নতুন দুটি স্মার্টফোন N11 আর N12 লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনে নচ ডিসপ্লে দিয়েছে আর এইটি গ্লসি রেয়ার প্যানেলের সঙ্গে এসেছে। আর এই দুটি ফোন কম বেজেলের সঙ্গে লঞ্চ করেছে আর এদের অ্যাস্পেক্ট রেশিও 18:9:9। আর এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়াল ক্যামেরা আছে। আর এই দুটি ফোন অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে চলে আর মাইক্রোম্যাক্স দাবি করেছে যে 45 দিনের মধ্যে এই ফোন দুটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট পাবে।

Micromax Infinity N12, N11 য়ের স্পেসিফিকেশান

Micromax Infinity N12 আর N11 ফোন দুটিতে একই রকমের স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। এই দুটি ফোনের মেমারি আর ফ্রন্ট ক্যামেরা একে অপরের থেকে আলাদা। দুটি ফোনে 6.19 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9:9। আর এই দুটি ফোনে মিডিয়াটেক হেলিও P22 চিপসেট আছে আর এর ক্লক স্পিড 2GHz।আর মেমারি ক্ষেত্রে N12 ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর সেখানে N11 ফোনটিতে 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে।

আমরা যদি ফোন দুটির ক্যামেরার দিকটি দেখি তবে এই ফোনে রেয়ার প্যানেলে 13MP+5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর N12 ফোনটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। N12 ফোনে 16MP র সেন্সার আর N11 ফোনে ফ্রন্টে 8MP র ক্যামেরা আছে। আর এই স্মার্টফোন দুটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে আর যা 30 ঘন্টার টকটাইম আর 18 ঘন্টার ওডিও প্লেব্যাক টাইম অফার করে। আর এর আগে বলা হয়েছে যে এই দুটি ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে কাজ করে আর মাইক্রোম্যাক্স দাবি করেছে যে দুটি ফোন 45 দিনের মধ্যে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট পাবে। আর ফোনের ব্যাকে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এই ফোনটি এর মাধ্যমে আনলক করা যাবে।

Micromac Infinity N12, N11 য়ের দাম কবে কোথা থেকে পাওয়া যাবে আর লঞ্চ অফার্স

Micromax তাদের নতুন Infinity N12 ফোনটি 9,999 টাকায় লঞ্চ করেছে আর সেখানে N11 ফোনটি 8,999 টাকায় লঞ্চ করা যাবে। আর এই দুটি ফোনই 25 ডিসেম্বর থেকে অফলাইনে কেনা যাবে আর এর সঙ্গে এটি অনলাইনেও এসে যাবে। আর লঞ্চ অফার্সের বিষয়ে যদি বলি তবে জিও ইউজার্সরা 198 টাকা আর 299 টাকার প্ল্যানের রিচার্জ করলে 2,200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর 50GB ডাটা পাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo