মাইক্রোম্যাক্স ভিডিও ওয়ান এবং ভিডিও টু। দুটি ফোনেই গুগল ডুও প্রিলোডেড। সাপোর্ট করবে 4G VoLTE।
নতুন বছর পড়ার আগেই মাইক্রোম্যাক্সের তরফে দুর্দান্ত নিউ ইয়ার্স গিফ্ট। 5000-এর কম দামে দারুণ ফিচার্স যুক্ত দুটি স্মার্টফোন বাজারে আনল মাইক্রোম্যাক্স। মাইক্রোম্যাক্স ভিডিও ওয়ান এবং ভিডিও টু। দুটি ফোনেই গুগল ডুও প্রিলোডেড। সাপোর্ট করবে 4G VoLTE। ভিডিও কলিংয়ের জন্য বিশেষভাবে তৈরি ফোন দুটি। দাম খুব কম। ভিডিও ওয়ানের দাম পড়ছে 4,440 টাকা। অন্যদিকে ভিডিও টু-র দাম 4990। চলুন একনজরে দেখে নেওয়া যাক ফোন দুটির মূল ফিচার্স-
মাইক্রোম্যাক্স ভিডিও ওয়ান স্মার্টফোনের স্পেকস এর সম্পর্কে আশা যাক, এই ফোনে থাকছে 4 ইঞ্চ WVGA ডিসপ্লে. ফোনের রেজোল্যুশন 480X800 পিক্সেল. ফোন অ্যানড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেম এর উপর কাজ করে. এছাড়া এর মধ্যে 1.3 গিগা হার্ত্জ কোয়াডকোর প্রসেসর দেওয়া. এই ফোনে রয়েছে 1GB র্যাম, 1600 mAh ব্যাটারি. 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা. এই ফোনে রয়েছে 8GB ইন্টারনাল স্টোরেজ.
মাইক্রোম্যাক্স ভিডিও ওয়ান স্মার্টফোনের স্পেকস এর সম্পর্কে আশা যাক, এই ফোনে থাকছে 4.5 ইঞ্চ WVGA ডিসপ্লে. ফোনের রেজোল্যুশন 480X854 পিক্সেল. ফোন অ্যানড্রয়েড 6.0 অপারেটিং সিস্টেম এর উপর কাজ করে. এছাড়া এর মধ্যে 1.3ghz কোয়াডকোর প্রসেসর দেওয়া. এই ফোনে রয়েছে 1GB র্যাম, 1800 mAh ব্যাটারি. 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা. এই ফোনে রয়েছে 8GB ইন্টারনাল স্টোরেজ.