Micromax ভারতে Evok সিরিজ লঞ্চ করেছে. এই সিরিজে কোম্পানি ভারতে Micromax Evok Note আর Evok Power লঞ্চ করেছে. এই দুটি স্মার্টফোনের দাম Rs.9,499 আর Rs.6,999.
এই দুটি স্মার্টফোন ফ্লিপকার্টে এক্সক্লিউসিভ. Micromax Evok Note এ 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে. এই ডিভাইসে অক্টাকোর মিডিয়াটেক MT6753 প্রসেসার আছে. এই ডিভাইসটি 3GB র্যাম যুক্ত.
এই ডিভাইসে ইন্টারনাল স্টোরেজ মেমারি 32GB আর একে 64GB অব্দি বাড়ানো সম্ভব. এই ডিভাইসে ক্যামেরা 13MPর. এই স্মার্টফোনে 3950mAh যুক্ত ব্যাটারি আছে. কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G, Wi-Fi, ব্লুটুথ 4.0, ডুয়াল সিম আছে.
এই স্মার্টফোনে 13 MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে. ফ্রন্ট ক্যামেরা 5MPর. সেখানে Evok Power এ 5.0 ইঞ্চি HD ডিসপ্লে আছে. এই ডিভাইসে 1.3GHz কোয়াড কোর প্রসেসার আছে.
এই ডিভাইসে 8MP রেয়ার ক্যামেরা আর 5MP ফ্রন্ট ক্যামেরা আছে. এছাড়া এই ডিভাইসে 4000mAh ব্যাটারি আছে. এছাড়া এই ডিভাইসটিতে 4G, VoLTE, Wi-Fi, ব্লুটুথ 4.0, ডুয়াল সিম আর মাইক্রো এসডি ইউএসবি পোর্ট আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে.