Micromax Canvas Infinity স্মার্টফোনটি 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে লঞ্চ হল
Canvas Infinity কোম্পানির UI এর সঙ্গে 7.1.1 নৌগাটে চলে
Micromax Canvas Infinity গতকাল নিউ দিল্লিতে একটি ইভেন্টে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটির দাম Rs 9,999 আর এটি 1 সেপ্টেম্বর থেকে Amazon India তে সেলের জন্য পাওয়া যাবে। এর প্রথম সেলের রেজিস্ট্রেশান শুরু হয়ে যাবে এর মধ্যেই। আমেজান থেকে 9,999 টাকায় কিনুন Micromax Canvas Infinity (Black, 18:9 FullVision Display)
এই ডিভাইসটির সবথেকে বড় বৈশিষ্ট্য এর 18:9 এর অ্যাস্পেক্ট রেশিও। এটি ভারতের প্রথম এমন স্মার্টফোন তৈরির কোম্পানি যা এই অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে ডিসপ্লে অফার করেছে। মনে করিয়ে দি যে LG প্রথম স্মার্টফোন ব্র্যান্ড যে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে অফার করেছিল, এর পরে Samsung তাদের Galaxy S8 আর Galaxy S8+ ও ইনফিনিটি ডিসপ্লে দিয়েছিল।
Micromax Canvas Infinity ফোনটি মেটাল ফ্রেমের ফোন। রিমুভেবেল ব্যাক আর 5.7 ইঞ্চির HD IPS ডিসপ্লে যুক্ত। এর রেজিলিউশান 1440 x 720 পিক্সাল। এছাড়া এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার, 3GB র্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এরি স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো যায়। এই ডিভাইসে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
এই Canvas Infinity কোম্পানির UI এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1.1 নোউগাটে চলে। এই ফোনে কোম্পানি আরও কিছু ফিচার্স অ্যাড করেছে। যেমন স্মার্ট অ্যাকশান ( একে ডবল ট্যাপ করে আপনি স্ক্রিন খুলতে বা বন্ধ করতে পারবেন), ফ্লিপ টু মিউট আর স্নুজ অ্যালার্ম ইত্যাদি। কোম্পানি অ্যান্ড্রয়েড Oও আপডেট হবে বলে দাবি করেছে। এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা f/2.0 অ্যাপার্চার, 1.12 মাইক্রন পিক্সেল সাইজ, 81.5 ফিল্ড ভিউ, 5P লেন্স আর LED ফ্ল্যাশ আছে আর এই ফোনের ফ্রন্টে সেলফি আর ভিডিও কলিং এর জন্য একটি 16 মেগাপিক্সালের শুটার দেওয়া হয়েছে।
Micromax Canvas Infinity ফোনটিতে 2900mAh এর ব্যাটারি আছে, যা বাজারে উপস্থিত এই সময়ের অন্যান্য ফোনের ব্যাটারির তুলনায় অনেক কম। এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য এতে 4G VoLTE, WiFi 802.11 b/g/n, ব্লুটুথ, GPS, AGPS, ডুয়াল সিম আর মাইক্রো USB পোর্ট সাপোর্ট করে এছাড়া এতে গ্র্যাভিটি, প্রক্সিমেটারি, লাইট, এক্সলেরিমিটার আর ম্যাগনেটিক সেন্সার যুক্ত। আমেজান থেকে 9,999 টাকায় কিনুন Micromax Canvas Infinity (Black, 18:9 FullVision Display)
আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট আর অ্যামাজন