ফ্ল্যাগশিপ Meizu 16 য়ে থাকবে 3.5mm হেডফোন জ্যাক

Updated on 03-Jul-2018
HIGHLIGHTS

স্মার্টফোনের ইন্টারনাল স্পেসের কারনে বেশ কিছু স্মার্টফোন তৈরির কোম্পানি তাদের ফ্ল্যাগশিও ডিভাইসে 3.5mm হেডফোন জ্যাক দিচ্ছে না

বিগত বেশ কিছু সপ্তাহ থেকেই Meizu র ফাউন্ডার আর CEO Jack Wong তাদের পরবর্তী Meizu 16 স্মার্টফোনের বিষয়ে অনেক কিছু খবর দিয়েছেন। আর তা বন্ধ হওয়ার কোন কারন দেখা যাচ্ছে না। আর এয়াব্র অন্য একটি পোস্টে Meizu র CEO বলেছেন যে একটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 3.5mm য়ের হেডফোন জ্যাক থাকবে আর এর সঙ্গে অন্য কোন হাই এন্ড ফিচার্স তিনি প্রথমবার সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আছে।

স্মার্টফোনে ইন্টারনাল স্পেক্সের কারনে কোন স্মার্টফোন তৈরির নির্মাতারা নিজেদের ফ্ল্যাগশিও ডিভাইসে 3.5mm য়ের হেডফোন জ্যাক সরিয়ে দেওয়া শুরু করছে। তবে, My Drivers য়ের রিপোর্ট অনুসারে, Meizu র CEO বলেছিলেন Meizu 16 য়ের সব ফোনেই 3.5mm য়ের হেডফোন জ্যাক থাকবে,

এর আগের সব লিক অনুসারে আমরা যদি দেখি তবে Meizuতাদের নিজেদের দুটি ফ্ল্যাগশিও স্মার্টফোনে Meizu 16 আর Meizu 16 Plus লঞ্চ করবে। Meizu 16 স্ন্যাপড্র্যাগন 710SoC যুক্ত হতে পারে। আর সেখানে Meizu 16 ফোনে 6GB র‍্যাম আর Meizu 16 Plus ফোনে 8GB র‍্যাম থাকবে আর সেখানে এই ফোনের স্টোরেজ হিসাবে 64GB, 128GB আর 256GB স্টোরেজ অপশানে আসতে পারে।

Meizu 16 আর Meizu 16 Plus ফোনে নচ লেস OLED স্ক্রিন থাকবে আর এর সাইজ যথাক্রমে 5.6 ইঞ্চির আর 6.1 ইঞ্চির হবে। আর বলা হচ্ছে যে এই স্মার্টফোনে 3D টাচ আর প্রেসার সেন্সিটিভ হোম বটন ফিচার থাকতে হবে। Meizu 16 ফোনে 3,080mAhয়ের ব্যাটারি দেওয়া হতে পারে আর সেখানে Meizu 16 Plus 3,600mAh য়ের বড় ব্যাটারি থাকবে। আর সফটোয়্যারের বিষয়ে আমরা যদি দেখি তবে দেখা যাবে যে Flyme OS থাকবে কিন্তু এই অ্যান্ড্রয়েড নির্ভর হবে না অ্যান্ড্রয়েড নৌগাট নির্ভর সেই বিষয়ে এখনও জানা যায়নি।

ফিচার্ড ইমেজটি কাল্পনিক।

ভায়াঃ

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Connect On :