অসাধারন লুকের জন্য Meizu Pro 7 ফোনটি জার্মানির iF ডিজাইন অ্যাওয়ার্ড 2018 জিতে নিয়েছে

অসাধারন লুকের জন্য Meizu Pro 7 ফোনটি জার্মানির iF ডিজাইন অ্যাওয়ার্ড 2018 জিতে নিয়েছে
HIGHLIGHTS

54 টি দেশ থেকে আসা 6400 গুলি ডিজাইনকে পেছনে ফেলে Meizu Pro 7 এই পুরষ্কারটি জিতেছে

Meizu জানিয়েছে যে তাদের, Meizu Pro 7 ফোনটি তার সুন্দর লুকের কারনে জার্মানির iF প্রোডাক্ট ডিজাইন 2018 জিতেছে। iF প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ডটি 1954 সালে শুরু করে হয়েছিল। 54 টি দেশ থেকে আসা 6400 গুলি ডিজাইনকে পেছনে ফেলে Meizu Pro 7 এই পুরষ্কারটি জিতেছে। এসে গেল আজকের ফ্লিপকার্টের সেরা কিছু স্মার্টফোন

আপনাদের বলে রাখি যে জুলাই 2017 সালে Meizu Pro 7 ফোনটি চিনে লঞ্চ হয়েছিল আর আগস্ট থেকে এই ফোনটি কিনতে পাওয়া যাচ্ছিল। এটি রজ গোল্ড, সিলভার, রেড আর ব্ল্যাক কাল্রে পাওয়া যায়। এই ফোনটির বৈশিষ্ট্য এর ডুয়াল স্ক্রিন। অন্য স্ক্রিনের মাধ্যমে ইউজার্সরা সেলফি নিতে পারে। ফোনে 1.9-ইঞ্চির সেকেন্ডারি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সাল ডেনসিটি 307ppi। ফোনটির আরও একটি বৈশিষ্ট্য এর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, দুটি ক্যামেরাই 12MP। এই ফোনটিতে 16MP’র সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Meizu Pro 7 ফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে মিডিয়া টেক হেলিও P25 প্রসেসার, 4GB র‍্যাম দেওয়া হয়েছে। এর দাম  2800 Yuan ( প্রায় 26,696 টাকা) আর এই ফোনটির এক্সপেন্সিভ ভেরিয়েন্টটির দাম 3380 Yuan (প্রায় 32,226টাকা) আর এতে হেলিও X30, 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Meizu Pro 7 ফোনটিতে 5.2-ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের রেজিলিউশান 1920×1080 পিক্সাল। এটি 3000mAh এর ব্যাটারি যুক্ত।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo