Meizu Pro 7 এর নতুন ভেরিয়েন্টটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগনের সঙ্গে আসবে
গ্রিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Meizu Pro 7কে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন চিপস্টেকের সঙ্গে দেখা গেছে
চিনে Meizu তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pro 7 আর Pro 7 Plus লঞ্চ করেছে। যা আন্তর্জাতিক ভাবে প্রথম মিডিয়াটেক হেলিও X30 স্মার্টফোন হবে। Pro 7 হেলিও X30 বা P25’র সঙ্গে আসে। এবার মনে করা হচ্ছে যে কোম্পানি তাড়াতাড়ি Pro 7 এর স্ন্যাপড্র্যাগন ভার্শান নিয়ে আসবে। গ্রিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে Meizu Pro 7কে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন চিপস্টেকের সঙ্গে দেখা গেছে ।
আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (৮ ই আগস্ট)
GeekBench এর লিস্টে Meizu Pro 7 কে সিঙ্গেল কোর টেস্টে 1969 পয়েন্ট আর মাল্টি-কোর টেস্টে 6536 পয়েন্ট আছে। Geekbench এর লিস্ট অনুসারে Meizu Pro 7, 6GB র্যাম আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 1.90 GHz অক্টা-কোর প্রসেসার আছে। এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে।
এখনও অব্দি এমন কিছু জানা যায়নি যা থেকে আমরা বলতে পারব যে এটি স্ন্যাপড্র্যাগন 835 ভেরিয়েন্টে পাওয়া যাবে। কোম্পানি এখনও নিজে তেহকে এই নিয়ে কিছু জানা যায়নি তাই আমরাও এই নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছিনা।
এই স্মার্টফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল স্ক্রিন ডিসপ্লে। এই দ্বিতীয় ডিসপ্লেতে রেয়ার ক্যামেরায় সেলফি নেওয়া সম্ভব। দুটী ফোনেই 1.9 ইঞ্চির দ্বিতীয় ডিসপ্লে আছে যা AMOLED ডিসপ্লে। আর এর পিক্সাল ডেনসিটি 307ppi। আর এর ডুয়াল রেয়ার ক্যামেরাটি 12 মেগাপিক্সালের সেন্সার যুক্ত। এই ক্যামেরার অ্যাপার্চার अपर्चर f/2.0, 1.25 মাইক্রন পিক্সাল সাইজ, সোনি IMX386 সেন্সার PDAF আর ডুয়াল টোন LED ফ্ল্যাশ যুক্ত। দুটি ডিভাইসেই সেলফি আর ভিডিও কলিং এর জন্য 16 মেগাপিক্সালের শুটার আছে।
Meizu Pro 7 ফোনটিতে 5.2 ইঞ্চির, 1920 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত সুপার AMOLED ডিসপ্লে আছে। এই স্মার্টফোনটি দুটি প্রসেসারে ভেরিয়েন্টে পয়া যায়। একটিতে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও P25 আর মালী- T880 GPU আছে আর অন্যটিতে ডেকা-কোর মিডিয়াটেক হেলিও X30 প্রসেসার আর পাওয়ার VR 7XTP-MP4 GPU যুক্ত। এই ফোনটিতে 4GB র্যাম আর 64GB ও 128GB’র ইন্টারনাল স্টোরেজ আছে।Pro 7 এম-চার্জ টেকনলজির সঙ্গে 3000mAh এর ব্যাটারি যুক্ত, আর এটি Flyme OS 6 এ চলে। যা অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট বেসড। এই ফোনটি 147.6 x 70.7 x 7.3mm এর মেজারমেন্ট আর 163 গ্রাম ওজনের।