চিনা কোম্পানি Meizu তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Pro 7 আর Pro 7 Plus ফোন দুটি ভারতে নিয়ে আসার তোরজোড় করছে। কোম্পানি তাদের Pro 7 সিরিজ লঞ্চ করে তার টিজার পোস্ট করা শুরু করে দিয়েছে। টুইটারে হ্যাসট্যাগ #BeAPro এর সঙ্গে টুজার পোশট করা হয়েছে। এই স্মার্টফোনটি অফিসিয়ালি জুলাই মাসে চিনে লঞ্চ হয়েছিল।
https://twitter.com/Meizu_India/status/927475846117330945?ref_src=twsrc%5Etfw
Meizu Pro 7 আর Pro 7 Plus ফোনটিতে যথাক্রমে 5.2 ইঞ্চির ফুল HD আর 5.7 ইঞ্চির কোয়াড HD সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিভাইসের ব্যাকে একটি 2 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে আছে যা 536 x 240 পিক্সাল রেজিলিউশান যুক্ত। দুটি স্মার্টফোনে কোম্পানির Flyme 6 UI এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে। Meizu Pro 7 দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এর স্ট্যান্ডার্ড মডেল অক্টা-কোর হেলিও X30 চিপসেট যুক্ত। যা 4GB র্যাম আর 64GB বা 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসে। Pro 7 Plus ফোনটিতে 6GB র্যাম আর 64GB বা 128GB ইন্টারনাল স্টোরেজের অপশান আছে।
Pro 7 আর Pro 7 Plus ফোন দুটিতে 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যেমন আমরা Huawei এর ফ্ল্যাগশিপ P সিরিজে দেখেছি। এই ডিভাইস দুটিতে একটি 16MP’র ফ্রন্ট ক্যামেরা আছে।
Pro 7 আর Pro 7 Plus ফোনটিতে থাকা ডুয়াল AMOLED ডিসপ্লে এই ফোন দুটিকে আলাদা লুক দেয় কিন্তু এই ডিভাইস দুটি বেজেল-লেস ডিজাইন যুক্ত নয়। এই হ্যান্ডসেটে একটি ফ্রন্ট মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর কানেক্টিভিটির জন্য এই ফোন দুটিতে Wi-Fi 802.11ac, ব্লুটুথ 4.2, GPS, NFC আর USB টাইপ C পোর্ট সাপোর্ট করে। এই ডিভাইস দুটিতে 3.5mm অডিও জ্যাক আছে আর এর সঙ্গে এতে ডেডিকেটেড অডিও প্রসেসিং চিপও আছে।
Pro 7 আর Pro 7 Plus ফোন দুটিতে জথাক্রমেঃ 3000mAh আর 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এইদুটি mCharge 4.0 সাপোর্ট করে যা আধ ঘন্টায় ডিভাইসদুটিকে 67 অব্দি চার্জ করে দেয়। Pro 7 এর বেস ভেরিয়েন্টের দাম 2,880 Yuan (প্রায় Rs 28,500) আর সেখানে Pro 7 Plus আর দাম 3,580 Yuan ( প্রায় Rs 35,000)। এই ফোন দুটি Xiaomi Mi Mix 2 আর তাড়াতাড়ি আসতে চলা OnePlus 5T কে প্রতিযোগিতায় ফেলবে।