ডুয়াল ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে Meizu Pro 7 আর Pro 7 Plus খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে
Meizu Pro 7 আর Pro 7 Plus এর ফ্রন্ট আর রেয়ারে AMOLED ডিসপ্লে আছে, সেকেন্ডারি ডিসপ্লেটি নোটিফিকেশান, মিউজিক প্লেয়ার কন্ট্রোল করা বা প্রাইমারী ক্যামেরা দিয়ে সেলফি নেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে
চিনা কোম্পানি Meizu তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Pro 7 আর Pro 7 Plus ফোন দুটি ভারতে নিয়ে আসার তোরজোড় করছে। কোম্পানি তাদের Pro 7 সিরিজ লঞ্চ করে তার টিজার পোস্ট করা শুরু করে দিয়েছে। টুইটারে হ্যাসট্যাগ #BeAPro এর সঙ্গে টুজার পোশট করা হয়েছে। এই স্মার্টফোনটি অফিসিয়ালি জুলাই মাসে চিনে লঞ্চ হয়েছিল।
It's time for you to become a Pro! Stay Tuned!#BeAPro pic.twitter.com/VWEOBoYgXH
— MEIZU India (@Meizu_India) November 6, 2017
Meizu Pro 7 আর Pro 7 Plus ফোনটিতে যথাক্রমে 5.2 ইঞ্চির ফুল HD আর 5.7 ইঞ্চির কোয়াড HD সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এই ডিভাইসের ব্যাকে একটি 2 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে আছে যা 536 x 240 পিক্সাল রেজিলিউশান যুক্ত। দুটি স্মার্টফোনে কোম্পানির Flyme 6 UI এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে। Meizu Pro 7 দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এর স্ট্যান্ডার্ড মডেল অক্টা-কোর হেলিও X30 চিপসেট যুক্ত। যা 4GB র্যাম আর 64GB বা 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসে। Pro 7 Plus ফোনটিতে 6GB র্যাম আর 64GB বা 128GB ইন্টারনাল স্টোরেজের অপশান আছে।
Pro 7 আর Pro 7 Plus ফোন দুটিতে 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে যেমন আমরা Huawei এর ফ্ল্যাগশিপ P সিরিজে দেখেছি। এই ডিভাইস দুটিতে একটি 16MP’র ফ্রন্ট ক্যামেরা আছে।
Pro 7 আর Pro 7 Plus ফোনটিতে থাকা ডুয়াল AMOLED ডিসপ্লে এই ফোন দুটিকে আলাদা লুক দেয় কিন্তু এই ডিভাইস দুটি বেজেল-লেস ডিজাইন যুক্ত নয়। এই হ্যান্ডসেটে একটি ফ্রন্ট মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর কানেক্টিভিটির জন্য এই ফোন দুটিতে Wi-Fi 802.11ac, ব্লুটুথ 4.2, GPS, NFC আর USB টাইপ C পোর্ট সাপোর্ট করে। এই ডিভাইস দুটিতে 3.5mm অডিও জ্যাক আছে আর এর সঙ্গে এতে ডেডিকেটেড অডিও প্রসেসিং চিপও আছে।
Pro 7 আর Pro 7 Plus ফোন দুটিতে জথাক্রমেঃ 3000mAh আর 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এইদুটি mCharge 4.0 সাপোর্ট করে যা আধ ঘন্টায় ডিভাইসদুটিকে 67 অব্দি চার্জ করে দেয়। Pro 7 এর বেস ভেরিয়েন্টের দাম 2,880 Yuan (প্রায় Rs 28,500) আর সেখানে Pro 7 Plus আর দাম 3,580 Yuan ( প্রায় Rs 35,000)। এই ফোন দুটি Xiaomi Mi Mix 2 আর তাড়াতাড়ি আসতে চলা OnePlus 5T কে প্রতিযোগিতায় ফেলবে।