Meizu Pro 7 আর Pro 7 Plus ডুয়াল স্ক্রিন, ডুয়াল রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

Updated on 27-Jul-2017
HIGHLIGHTS

দুটি স্মার্টফোন গোল্ড, সিলভার, রেড আর ব্ল্যাক রঙে পাওয়া যাবে আর এই দুটি 5 আগস্ট চিনে সেলের জন্য পাওয়া যাবে

Meizu Pro 7 আর Pro 7 Plus ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি চিনে লঞ্চ হয়ে গেছে। এই দুটি স্মার্টফোনই দুটি স্মার্টফোন গোল্ড, সিলভার, রেড আর ব্ল্যাক রঙে পাওয়া যাবে আর এই দুটি 5 আগস্ট চিনে সেলের জন্য পাওয়া যাবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন

Meizu Pro 7 ফোনটির ফিচার কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও P25 প্রসেসার, 4GB র‍্যামের সঙ্গে দেওয়া হয়েছে। এর দাম 2800 Yuan (প্রায় Rs 26,696), সেখানে এর এক্সপেন্সিভ ভেরিয়েন্টটির দাম 3380 Yuan(প্রায় Rs 32,226), এই ফোনে হেলিও X30, 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে।

যদি Meizu Pro 7 Plus এর কথা বলা হয় তবে এতে 6GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে, এর দাম 3580 Yuan(প্রায় Rs 34,133) আর এর এক্সপেন্সিভ ভেরিয়েন্টের দাম 4080 Yuan(প্রায় Rs 38,900)।
এই দুটি স্মার্টফোনের সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল স্ক্রিন। অন্য স্ক্রিনটির মাধ্যমে ইউজার সেলফি নিতে পারবে। দুটি ফোনেই 1.9-ইঞ্চির সেকেন্ডারি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সাল ডেনসিটি 307ppi।
এই দুটি ফোনের সব থেকে বড় স্পেশালিটি এর ডুয়াল রেয়ার ক্যামেরা, দুটি ক্যামেরাই 12MP’র। দুটি ডিভাইসে 16MP’র সেলফি ক্যামেরা আছে।

Meizu Pro 7 ফোনটিতে 5.2-ইঞ্চির ফুল HD সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লের রেজিলিউশান 1920×1080 পিক্সাল। এটি 3000mAh ব্যাটারি যুক্ত ফোন।
আর Meizu Pro 7 Plus স্মার্টফোনটিতে 5.7-ইঞ্চির QHD সুপার AMOLED ডিসপ্লে 2560×1440 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে দেওয়া হয়েছে। এটি ডেকা-কোর মিডিয়া টেক হেলিও X30 প্রসেসার যুক্ত। এই ফোনটিতে 6GB র‍্যাম দেওয়া হয়েছে এর ইন্টারনাল স্টোরেজ 64GB আর অন্য ভেরিয়েন্টের ইন্টারনাল স্টোরেজ 128GB। এতে 3500mAh এর ব্যাটারি আছে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ
 

Connect On :