Meizu Note 9 48MP ক্যামেরা সঙ্গে লঞ্চ হল

Meizu Note 9 48MP ক্যামেরা সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

সম্প্রতি Meizu তাদের লেটেস্ট স্মার্টফোন Meizu Note 9 লঞ্চ করেছে আর এই ফোনের বৈশিষ্ট্য এর 48MP র ক্যামেরা আর এর সঙ্গে এই ফোনে Samsung GM1 সেন্সার ব্যাবহার করা হয়েছে

হাইলাইট

  • স্ন্যাপড্র্যাগন 675 য়ের সঙ্গে এই ফোনটি এসেছে
  • Meizu Note 9 ফোনটি একটি মিডরেঞ্জের ফোন
  • এই ফোনের ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে

 

Meizu তাদের Note 9 ফোনটি লঞ্চ করে টিজ করেছে আর এবার এই ফোনটি লঞ্চ হয়েগেছে। এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে একটি মিড রেঞ্জ ফোন হিসাবে আর এই ফোনে একটি 48MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ আছে আর এটি এই ধরনের প্রথম চিনা ফোন।

Meizu Note 9 ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন 675 পাবেন আর এই ফোনে অক্টা কোর CPU দেওয়া হয়েছে আর এটি 2Ghz যুক্ত। আর এই ফোনে 4GB র‍্যাম আর 6GB র‍্যাম আছে আর ফোনের স্টোরেজ 64GB আর 128GB। আর সেখানে এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি।

আর সেখানে Meizu র Note 9 ফোনে আপনারা 48MP র ক্যামেরা f/1.7 অ্যাপার্চারের সঙ্গে আছে। আর এই ফোনে Samsung GM1 সেন্সার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে ফোনে একটি 5MP ক্যামেরা আছে। ফোনের ওয়াটার ড্রপ নচে 20MP র সেলফি ক্যামেরা আছে।

Meizu Note 9 ফোনে অ্যান্ড্রয়েড পাই আছে। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর ফোনটি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে USB type C পোর্ট দেওয়া হয়েছে আর ফোনটির দাম 4GB/64GB ভেরিয়েন্টের CNY 1,398($210), 6GB/64GB CNY 1,598($240) আর 4GB/128GB ভার্সানে এসেছ। এই ফোনটি ব্ল্যাক, ব্লু আর হোয়াইট কালারে 11 মার্চ থেকে কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo