Meizu M6s ফোনটি 5.7 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে TENAA এর প্রামান্যতা পেয়েছে

Updated on 27-Dec-2017
HIGHLIGHTS

এই ফোনটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত হতে পারে

Meizu M6s ফোনটির বিষয়ে বেশ কিছু লিক আর গুজব সামনে এসেছে আর এবার এই ডিভাইসটি চিনের TENAA এর প্রামান্যতা পেয়েছে। লিস্টং থেকে এটা জানা গেছে যে এই ডিভাইসে (মডেল নম্বর M172C) 5.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে। আর এর সঙ্গে এই স্মার্টফোনটিতে 2,930mAH এর ব্যাটারি থাকতে পারে।

তবে লিস্টিং থেকে এই ডিভাইসের বিষয়ে বেশি কিছু জানা যায়নি, কারন হ্যান্ডেস্টের কোন ইমেজ এখনও দেখা যায়নি। আরও কিছু গুজব অউসারে এই ফোনটিতে MT6793 SoC প্রেসার থাকবে আর এর র‍্যাম 3GB আর ইন্টারনাল স্টোরেজ 32GB’র হবে।

ডিভাইসটির মেজারমেন্ট 152×72.54×8.0mm হতে পারে। এই ডিভাইসের ক্যামেরার বিষয়ে বিভিন্ন গুজব শোনা যাচ্ছে যা অনুসারে এই ফোনে 13MP’র প্রাইমারি ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

সোর্সঃ 

Connect On :