লঞ্চের একদিন পরেই Meizu M5 এর দাম কমে গেল..
Meizu M5 এ 5.2 ইঞ্চির HD ডিসপ্লে আর 3070mAh এর ব্যাটারি আছে
Meizu M5 সবে একদিন হল Rs.10,499 দামে লঞ্চ হয়েছে, এবার লঞ্চের একদিন পরেই এই স্মার্টফোনটির দাম কমে গেছে. এই ফোনটির দাম Rs.1,000 কমেছে. এবার এই স্মার্টফোনটি Rs.9,499 দামে Tatacliq.com থেকে সেলের জন্য পাওয়া যাবে. এটি ব্লু আর গোল্ড রঙে কেনা যাবে.
Meizu M5 এর ফিচার্স কেমনতা দেখে নেওয়া যাক, এতে 5.2 ইঞ্চির HD 2.5D গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লে 720×1270 পিক্সাল. এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 282ppi. এটি অক্টা-কোর মিডিয়াটেক MT6750 প্রসেসার যুক্ত. এই প্রসেসারের কল্ক স্পিড 1.5GHz এর এতে মালী T860 GPU ও আছে. এই ফোনের হোম বটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে. ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.
আরো দেখুন: HTC U11 এজ সেন্স আর স্ন্যাপড্র্যাগন 835 এর সঙ্গে লঞ্চ হল
এছাড়া এই ফোনে 3070mAh এর ব্যাটারি আছে. এই ফোনের ক্যামেরা সেটআপ কেমনতা এবার দেখে নেওয়া যাক. এতে 13MP’র রেয়ার ক্যামেরা ডুয়াল কালার ফ্ল্যাশের সঙ্গে আছে. এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এটি ডুয়াল সিম সাপোর্ট করে. এটি 4G VoLET, ওয়াই-ফাই, ব্লুটুথ আর একটি মাইক্রো USB পোর্ট যুক্ত. এর থিকনেস 8.15mm আর এর ওজন 138গ্রাম.
আরো দেখুন: Asus ZenFone 3 Max পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট
আরো দেখুন: Panasonic Eluga Ray, P85 ভারতে লঞ্চ হল এই ডিভাইসের ব্যাটারি 4000mAh