Meizu M5 ভারতে লঞ্চ হল, দাম Rs.10,499

Updated on 15-May-2017
HIGHLIGHTS

Meizu M5 তে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে আর 3070mAh এর ব্যাটারি আছে

Meizu আজ ভারতে তাদের নতুন স্মার্টফোন Meizu M5 লঞ্চ করেছে. ভারতে এর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ভেরিয়েন্টের দাম Rs.10,499 করা হয়েছে. এই ডিভাইসটি শুধু  Tatacliq.com এ কিনতে পারা যাবে. Meizu M5 ব্লু আর গোল্ড রঙে কেনা যাবে. এখনও অব্দি এর 16GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটির দাম জানানো হয়নি.

Meizu M5 কে সবার প্রথমে গত বছর চিনে লঞ্চ করা হয়েছিল. এই স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট আছে-2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ আর 3GB র্যাম এর সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে. এটি মেট ব্ল্যাক, গ্রিন, শ্যাম্পেন গোল্ড আর ব্লু রঙে পাওয়া যাবে.

Meizu M5 এর ফিকার্সের দিকে যদি দেখি তবে এতে 5.2 ইঞ্চির HD 2.5D গ্লাস ডিসপ্লে আছে. এই ডিসপ্লে  720×1270  পিক্সেলের. এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 282ppi. এটি অক্টা-কোর মিডিয়াটেক MT6750 প্রসেসার যুক্ত. এই প্রসেসারের কল্ক স্পিড 1.5GHz আর এটি মালী T860 GPU যুক্ত. এই ফোনে হোম বটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে. ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.

এছাড়া এই ফোনটিতে 3070mAh এর ব্যাটারি আছে. এই ফোনের ক্যামেরা সেটআপ দেখলে দেখা যাবে যে এতে 13MP’র রেয়ার ক্যামেরা ডুয়াল-কালার ফ্ল্যাশের সঙ্গে আছে. এতে 5MP’র একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে. এটি ডুয়াল সিম সাপোর্ট করে. এটি 4G VoLTE,ওয়াই-ফাই, ব্লুটুথ আর একরতি মাইক্রোUSB পোর্ট আছে. এর থিকনেস 8.15mm আর এর ওজন 138 গ্রাম.

নোট: উপরের ছবিটি কাল্পনিক

Connect On :