Meizu A5 5-ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল

Updated on 03-Jul-2017
HIGHLIGHTS

Meizu A5 ব্ল্যাক, গোল্ড আর সিলভার রঙে পাওয়া যাবে

মিজু বাজারে তাদের A সিরিজের অন্তর্গত একটি নতুন স্মার্টফোন Meizu A5 নিয়ে এসেছে। এই ফোনটি আপাতত কোম্পানি অধিকৃত ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে, এর দাম Yuan 699, যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় Rs. 6,665। এই স্মার্টফোনটি এবার চিনে ব্ল্যাক, গোল্ড আর সিলভার কালারে বিক্রির জন্য পাওয়া যাবে।

Meizu A5 এ মেটাল বডি দেওয়া হয়েছে। এটি 5-ইঞ্চির IPS ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 294ppi। এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল। এতে মিডিয়াটেক MT6737 কোয়াড-কোর প্রসেসারও আছে। এতে মালী T720 GPU আছে। এর র‍্যাম 2GB আর ইন্টারনাল স্টোরেজ 16GB। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।

Meizu A5 একটি ডুয়াল সিম স্মার্টফোন। এই ফোনের রেয়ার ক্যামেরা 8MP যা LED ফ্ল্যাশ যুক্ত। এর সঙ্গে এই ফোনে 5MP’র ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। এর ব্যাটারি 3060mAhএর। এটি একটি 4G VoLTE ফিচারের ফোন। এতে একটি মাইক্রো- USB পোর্ট, ব্লুটুথ 4.1, GPS/A-GPS এর মতন ফিচার্স আছে। এর ওজন 140 গ্রাম। 

ইমেজ সোর্সঃ 

Connect On :