বাজারে শিঘ্রই আসতে পারে ডেবিট কার্ডের সাইজে মোবাইল ফোন!

Updated on 06-Jan-2017
HIGHLIGHTS

এই ফোনের ব্যাটারি একবার চার্জ করলে, তা 3 সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে৷

আপনি যদি ছোটো ও হালকা মোবাইল কিনতে পছন্দ করেন তো, তাহলে আপনার জন্য সুখবর! কারণ, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে একেবারে হালকা ও সাইজে ডেবিট কার্ডের মতো দেখতে মোবাইল ফোন!

আরও দেখুন : CES 2017: সোনি লঞ্চ করলো তার ব্রাভিয়া OLED 4K HDR টিভি

আমেরিকার এ মিডিয়ামই বাজারে আনতে চলেছে এই মোবাইল৷ তবে কোনও দোকানে নয়, এই মোবাইল পাওয়া যাবে একমাত্র অনলাইন শপিংয়েই! তবে জানিয়ে রাখা দরকার, স্মার্ট ফোনের ভিড়ে এই মোবাইল একেবারেই স্মার্ট ফোন নয়৷ এই ফোন ফিচার ফোন৷ এর মধ্যে লাগাতে পারবেন 2G সিম৷ এই ফোনের সঙ্গে শুধুমাত্র দেওয়া হবে মাইক্রো USB কেবল৷ তবে এই ফোনে রয়েছে স্পিকার, টর্চ৷

ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 7000 টাকা! এই ফোনের ব্যাটারি একবার চার্জ করলে, তা 3 সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে৷

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম স্মার্টফোন উপর ডিসকাউন্ট

আরও দেখুন : অসুস লঞ্চ করলো চমত্কার ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড ডিভাইস-Chromebook Flip C302CA

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :