SAMSUNG GALAXY M30S ফোনটির স্পেক্স জানা গেছে

Updated on 02-Sep-2019
HIGHLIGHTS

গ্যালাক্সি M30S ফোনে আপনারা কি পাবেন তা জানা গেছে

ফোনে ট্রিপেল ক্যামেরা থাকবে

সেপ্টেম্বর মাসে ফোনটি লঞ্চ করা হবে

স্যামসাং তাদের নতুন মিড রেঞ্জ ফোন স্যামসাং গ্যালাক্সি M30S ফোনের ওপরে কাজ করছে। এই ফোনে ভাল ক্যামেরা, ভাল ব্যাটারি আছে। আর এই লেটেস্ট মোবাইল ফোনটি স্যামসাং গ্যালাক্সি M30 র জায়গা নেবে। আর সম্প্রতি এই ফোনের এন্টারপ্রাইসে লিস্টিংয়ে দেখা গেছে। আর লিস্টিংয়ে স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশান জানা গেছে যেমন এই ডিভাইসে 4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ অপশান থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি M30S য়ের স্পেসিফিকেশান

ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB আর 128GB স্টোরেজ থাকবে। এই স্যামসাং ফোনটিতে একটি 6000mAh য়ের ব্যাটারি থাকতে পারে। আর এই ফোনে 48MP র ট্রিপেল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর এই ফোনে এর সঙ্গে 6.4 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে ফোনে NFC সাপর্ট নাও থাকতে পারে।

স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটিতে আপনারা 48MP র ক্যামেরা পাবেন আর এর এছাড়া এই ক্যামেরা যুক্ত ফোন আপনারা এর আগে শাওমি, রিয়েলমি আর মোটোরোলা সহ একাধিক ব্র্যান্ডের ফোনে দেখেছেন। ফোনে একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনটি 15000-200000টাকার মধ্যে আসতে পারে।

Connect On :