বাজারে এল রিলায়েন্সের নতুন ফোর-জি স্মার্টফোন লাইফ F1 প্লাস

Updated on 04-Nov-2016
HIGHLIGHTS

ডুয়াল সিমের এই হ্যান্ডসেট থেকে এইচডি ভয়েস ও ভিডিও কল করা যাবে৷

রিলায়েন্স রিটেল দেশের বাজারে নিয়ে এল Lyf ব্র্যান্ডের নতুন F1 Plus স্মার্টফোন৷ ই-কমার্স সাইট স্ন্যাপডিলে হ্যান্ডসেটটি মিলবে ১৩,০৯৯ টাকার বিনিময়ে৷ শোনা যাচ্ছে, Lyf Water 9 স্মার্টফোনটিও নাকি বাজারে এনেছে সংস্থা, কিন্তু রিলায়েন্স সূত্রে এখনও এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি৷

আরও দেখুন : ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত

Lyf-এর অন্যান্য হ্যান্ডসেটগুলির মতো F1 Plus স্মার্টফোনও ফোর-জি VoLTE (ভয়েস ওভার এলটিই) সাপোর্টেড৷ ডুয়াল সিমের এই হ্যান্ডসেট থেকে এইচডি ভয়েস ও ভিডিও কল করা যাবে৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন, রেজোলিউশন ১০৮০x১৯২০ পিক্সেল৷ এর অ্যামোলেড ডিসপ্লে-কে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস৷ Lyf F1 Plus হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ ১.৬ গিগাহার্ৎজ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ জিবি র‍্যাম৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যের বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত৷ ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ ১৫২ গ্রাম ওজনের এই ফোনের ওজন ৩২০০ এমএএইচ৷

একইসঙ্গে, শোনা যাচ্ছে Lyf Water 9 হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনও বেশ আকর্ষণীয়৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে-র এই হ্যান্ডসেটের র‍্যাম ২ জিবি, ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি৷ তবে মডেলটির দাম জানাতে পারেনি ফোন রেডার ডট কম৷

আরও দেখুন : মিজু M5 স্মার্টফোন 5.2 ইঞ্চি HD ডিসপ্লে এবং 3070mAh ক্ষমতা ব্যাটারি’র সঙ্গে বাজারে প্রস্তুত

আরও দেখুন : 5.2 HD ডিসপ্লে সহ বাজারে এল LG U, 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :