বাজারে এল রিলায়েন্সের নতুন ফোর-জি স্মার্টফোন লাইফ F1 প্লাস

বাজারে এল রিলায়েন্সের নতুন ফোর-জি স্মার্টফোন লাইফ F1 প্লাস
HIGHLIGHTS

ডুয়াল সিমের এই হ্যান্ডসেট থেকে এইচডি ভয়েস ও ভিডিও কল করা যাবে৷

রিলায়েন্স রিটেল দেশের বাজারে নিয়ে এল Lyf ব্র্যান্ডের নতুন F1 Plus স্মার্টফোন৷ ই-কমার্স সাইট স্ন্যাপডিলে হ্যান্ডসেটটি মিলবে ১৩,০৯৯ টাকার বিনিময়ে৷ শোনা যাচ্ছে, Lyf Water 9 স্মার্টফোনটিও নাকি বাজারে এনেছে সংস্থা, কিন্তু রিলায়েন্স সূত্রে এখনও এ খবরের সত্যতা স্বীকার করা হয়নি৷

আরও দেখুন : ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত

Lyf-এর অন্যান্য হ্যান্ডসেটগুলির মতো F1 Plus স্মার্টফোনও ফোর-জি VoLTE (ভয়েস ওভার এলটিই) সাপোর্টেড৷ ডুয়াল সিমের এই হ্যান্ডসেট থেকে এইচডি ভয়েস ও ভিডিও কল করা যাবে৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন, রেজোলিউশন ১০৮০x১৯২০ পিক্সেল৷ এর অ্যামোলেড ডিসপ্লে-কে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস৷ Lyf F1 Plus হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট৷ ১.৬ গিগাহার্ৎজ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ক্লাব্ড ৩ জিবি র‍্যাম৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি মাইক্রো এসডি কার্ডের সাহায্যের বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত৷ ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ ১৫২ গ্রাম ওজনের এই ফোনের ওজন ৩২০০ এমএএইচ৷

একইসঙ্গে, শোনা যাচ্ছে Lyf Water 9 হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনও বেশ আকর্ষণীয়৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে-র এই হ্যান্ডসেটের র‍্যাম ২ জিবি, ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি৷ তবে মডেলটির দাম জানাতে পারেনি ফোন রেডার ডট কম৷

আরও দেখুন : মিজু M5 স্মার্টফোন 5.2 ইঞ্চি HD ডিসপ্লে এবং 3070mAh ক্ষমতা ব্যাটারি’র সঙ্গে বাজারে প্রস্তুত

আরও দেখুন : 5.2 HD ডিসপ্লে সহ বাজারে এল LG U, 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo