রিলায়েন্স রিটেল ভারতে স্মার্টফোন বাজারে তার নতুন স্মার্টফোন LYF F1 নিয়ে এল. রিলায়েন্স ডিজিটাল স্টোরে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই৷ সিটি ব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগও৷
রিলায়েন্স রিটেল শুক্রবার ভারতের বাজারে নিয়ে এল Lyf F1 স্মার্টফোন৷ রিলায়েন্স ডিজিটাল স্টোরে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই৷ সঙ্গে বিনামূল্যে মিলবে প্রায় ৩ হাজার টাকা দামের একটি ব্লু-টুথ স্পিকার৷ সিটি ব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগও৷ নয়া হ্যান্ডসেটটির সঙ্গে রিলায়েন্স গিফট ভাউচারও পাবেন ক্রেতারা৷
Lyf F1 ফোনে রয়েছে একাধিক স্মার্ট ফিচার, যার মধ্যে একটি হল ‘স্মার্ট রিং’৷ ফোন হারিয়ে গেলে, এমনকী ভাইব্রেশন মোডে থাকলেও যার সাহায্যে খোঁজ মিলতে পারে সাধের মোবাইলটির৷ পাশাপাশি, রয়েছে ‘স্মার্ট প্লে’ মোড৷ কোনও ভিডিও দেখতে দেখতে চোখ সরিয়ে নিলে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি৷ সেই সঙ্গে আরও উন্নত কানেক্টিভিটি ও কম ব্যাটারি খরচের প্রতিশ্রুতি তো রয়েছেই৷
ডুয়াল সিমের (মাইক্রো ও ন্যানো) এই নতুন স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট, ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন৷ আইপিএস ডিসপ্লে-কে বাহ্যিক আঘাত থেকে সুরক্ষিত রাখবে এর গরিলা গ্লাস৷ ৬৪ বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ এসওসি-র সঙ্গে ক্লাবড ৩ জিবি র্যাম৷ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল৷ ইনবিল্ট মেমোরি ৩২ জিবি৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে মিলবে রিলায়েন্স জিও সিমকার্ড৷ Lyf F1 স্মার্টফোনের দাম ১৩, ৩৯৯ টাকা৷