ভারতে স্মার্টফোন বাজারে লঞ্চ হল LYF F1 স্মার্টফোন, মুল্য Rs. 13,399

ভারতে স্মার্টফোন বাজারে লঞ্চ হল LYF F1 স্মার্টফোন, মুল্য Rs. 13,399
HIGHLIGHTS

রিলায়েন্স রিটেল ভারতে স্মার্টফোন বাজারে তার নতুন স্মার্টফোন LYF F1 নিয়ে এল. রিলায়েন্স ডিজিটাল স্টোরে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই৷ সিটি ব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগও৷

রিলায়েন্স রিটেল শুক্রবার ভারতের বাজারে নিয়ে এল Lyf F1 স্মার্টফোন৷ রিলায়েন্স ডিজিটাল স্টোরে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই৷ সঙ্গে বিনামূল্যে মিলবে প্রায় ৩ হাজার টাকা দামের একটি ব্লু-টুথ স্পিকার৷ সিটি ব্যাঙ্ক কার্ডহোল্ডারদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগও৷ নয়া হ্যান্ডসেটটির সঙ্গে রিলায়েন্স গিফট ভাউচারও পাবেন ক্রেতারা৷

আরও দেখুন : স্যামসাং দেশের বাজারে আনল গ্যালাক্সি On Nxt

Lyf F1 ফোনে রয়েছে একাধিক স্মার্ট ফিচার, যার মধ্যে একটি হল ‘স্মার্ট রিং’৷ ফোন হারিয়ে গেলে, এমনকী ভাইব্রেশন মোডে থাকলেও যার সাহায্যে খোঁজ মিলতে পারে সাধের মোবাইলটির৷ পাশাপাশি, রয়েছে ‘স্মার্ট প্লে’ মোড৷ কোনও ভিডিও দেখতে দেখতে চোখ সরিয়ে নিলে নিজে থেকেই ‘পজ’ হয়ে যাবে ভিডিওটি৷ সেই সঙ্গে আরও উন্নত কানেক্টিভিটি ও কম ব্যাটারি খরচের প্রতিশ্রুতি তো রয়েছেই৷

ডুয়াল সিমের (মাইক্রো ও ন্যানো) এই নতুন স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো আপডেট, ৫.৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন৷ আইপিএস ডিসপ্লে-কে বাহ্যিক আঘাত থেকে সুরক্ষিত রাখবে এর গরিলা গ্লাস৷ ৬৪ বিট অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৭ এসওসি-র সঙ্গে ক্লাবড ৩ জিবি র‍্যাম৷ ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল৷ ইনবিল্ট মেমোরি ৩২ জিবি৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে মিলবে রিলায়েন্স জিও সিমকার্ড৷ Lyf F1 স্মার্টফোনের দাম ১৩, ৩৯৯ টাকা৷

আরও দেখুন : সাওমি Mi নোট 2 স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে আজ হতে পারে লঞ্চ

আরও দেখুন : LeEco ভারতে ডিসেম্বরে চালু করবে তার Le Pro3 এবং Le S3 স্মার্টফোন

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo