LG V40 ফোনটির সঙ্গে OnePlus6T ফোনের স্পেক্সের তুলনা
LG V40 Thin Q ফোনটি ভারতে জানুয়ারি মাসে আসছে আর এর সঙ্গে আমরা আজকে OnePlus6T ফোনটির তুলনা করে দেখব যা এর মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে
LG V40 Thin Q ফোনটি সম্ভবত 45,000 টাকায় আসবে। তবে যাই হোক না কেন এই সময়ে এই ফোনটির ভারতের দাম জানা যায়নি। আর এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আর 6.4ইঞ্চির QHD+ ডিসপ্লে আছে। আর অন্য দিকে জনপ্রিয় OnePlus6T ফোনটি 37,999 টাকায় কেনা যায়। আর এই ফোনটিও কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার যুক্ত আর এই ফোনে ডুয়াল ব্যাক ক্যামেরা আছে। আর আজকে এই দুটি ফোনের তুলনা করে দেখা যাক।
এই দুটি স্মার্টফোনই 6.4 ইঞ্চির ডিসপ্লে যুক্ত। আর যাই হোক এই LG V40 Thin Q ফোনটিতে বড় 1080×3120 পিক্সালের আর সেখানে OnePlus6T ফোনটির এই রেজিলিউশান 1080×2340পিক্সাল।
আর এবার যদি আমরা প্রসেসারের বিষয়ে বলি তবে এই LG V40 Thin Q ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যা গন 845 প্রসেসার আছে আর এই ফোনে 6GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর অন্য দিকে OnePlus6T ফোনটিতে আপনারা একই কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আছে। আর এই ডিভাইসের র্যাম 6GB আর স্টোরেজ 128GBর। আর এই ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
আর এবার যদি আমরা এই দুটি ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে LG V40 Thin Q ফোনটিতে ব্যাকে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 12MP র প্রাইমারি সেন্সার আর একটি 16MP র ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আর 12MPর টেলিফটো সেন্সার আছে আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে 8MP+5MP র ক্যামেরা আছে। আর এর সঙ্গে আমরা যদি OnePLus6T ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা ডুয়াল 16MP+20MP রেয়ার ক্যামেরা আর ফ্রন্টে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।
LG V40 ThinQ ফোনটি ভারতে চারটি কালারে আসবে বলে মনে করা হচ্ছে-প্ল্যাটিনাম গ্রে, অ্যারোরা ব্ল্যাক, মোরাক্কান ব্লু আর ক্রাইম রেড। আর আপনারা অ্যামাজন ইন্ডিয়াতে 37,999 টাকায় OnePlus6T ফোনটি কিনতে পারেবন।