LG X500 স্মার্টফোনটি 4,500mAh এর ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

Updated on 06-Jun-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটির দাম KRW 319,000 অর্থাৎ প্রায় Rs 18,357

দক্ষিণ কোরিয়ার স্মার্টফোনের কোম্পানি LG তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটিকে LG X500 নাম দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির দাম KRW 319,000 অর্থাৎ প্রায় Rs 18,357।

এই ডিভাইসটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিভাইসের প্রসেসার 1.5GHz অক্টা-কোর। এই ডিভাইসটিতে 2GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা 2TB অব্দি বাড়ানো যেতে পারে।

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসটিতে 4,500mAh এর ব্যাটারি আছে। কোম্পনির দাবি অনুসারে এটি 20 ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম দেয়। এটি 18 ঘন্টার ব্রাউজিং টাইম দেয়।

14 ঘন্টা অব্দি আপনি এর ব্যাটারিতে নেগিভেশন ডাইরেক্ট করতে পারবেন। ফাস্ট চার্জিং টেকনলজির মাধ্যমে আই স্মার্টফোনটিকে দু ঘন্টায় চার্জ করা যাবে। এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13  মেগাপিক্সালের আর এর ফ্রন্ট ক্যামেরা 5  মেগাপিক্সালের।

কানেক্টিভিটির জন্য এতে 4G LTE, GPS, ব্লুটুথ 4.2, 3.5mm অডিও জ্যাক আর USB 2.0 আর Wi-Fi আছে। এই স্মার্টফোনটির মেজারমেন্ট 154.7 × 78.1 × 8.4mm  আর এর ওজন 164 গ্রাম।

সোর্সঃ 

Connect On :