LG X Venture IP68 সার্টিফিকেশনের সঙ্গে লঞ্চ হল

Updated on 23-May-2017
HIGHLIGHTS

এই ফোনেটিকে স্পেশালি মিলিটারি ইউজের জন্য ডিজাইন করা হয়েছে

মোবাইল ফোনের কোম্পানি LG একটি নতুন স্মার্টফোন LG X Venture লঞ্চ করেছে। এই ফোনটি নর্থ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মিডিল ইস্ট আর ল্যাটিন আমেরিকায় এবার পাওয়া যাবে। এই ফোনটি স্পেশালি মিলিটারি ইউজের জন্য ডিজাইন করা হয়েছে।

মিলিটারি ইউজের জন্য এই স্মার্টফোনে 14টি টেস্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি এক্সট্রিম টেম্পারেচার, শক আর জলে সার্ভাইভ করতে পারে। এই ডিভাইসে 5.2 ইঞ্চির ফুল HD (1080×1920 pixels) ডিসপ্লে আছে।

আরও দেখুনঃ Samsung নিয়ে আসবে বিশ্বের প্রথম OLED ডিসপ্লে

এই ডিভাইসে অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 SoC আছে। এই ডিভাইসে 2GB র‍্যাম আছে। এই ডিভাইসে 32GB ইন্টারনাল স্টোরেজ আছে। এছাড়া এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এই ডিভাইসে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা এতে 5 মেগাপিক্সাল। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনটিতে 4G LTE, Wi-Fi, GPS/ APS, Bluetooth v4.2, NFC, এফএম রেডিয়ো আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে।

আরও দেখুনঃ Nokia 3310 এর ক্লোন ফ্লিপকার্টে Rs 799 তে পাওয়া যাচ্ছে

আরও দেখুনঃ Samsung Galaxy J7 (2017) চারটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে

সোর্সঃ 

Connect On :