LG X Power 2, জুন মাসে কেনার জন্য পাওয়া যাবে
এই স্মার্টফোনটি ব্ল্যাক টাইটন, শাইনি টাইটন আর শাইনি গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে
দক্ষিন কোরিয়ার ফোন নির্মাতা কোম্পানি LG তাদের স্মার্টফোন LG X Power 2 এই বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিল. এরপরে মার্চে এই ফোনটি পাওয়া যাবে বলে খবর ছিল, কিন্তু এই ফোনটি মার্চে পাওয়া যায়নি.
এখন খবর পাওয়া গেছে যে এই স্মার্টফোনটি জুন মাসের প্রথম দিকে পাওয়া যাবে. এই ফোনটি আগে দক্ষিন কোরিয়াতে লঞ্চ হবে. এই স্মার্টফোনটি ব্ল্যাক টাইটন, শাইনি টাইটন আর শাইনি গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে.
আরো দেখুন: Vodafone নিজেদের ইউজার্সদের ফ্রিতে দিচ্ছে 9GB ডাটা
এই ফোনটিতে 4,500mAH ব্যাটারি দেওয়া হয়েছে. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে. এছাড়া এই ডিভাইসে 2GB র্যাম আছে. প্রসেসারের দিকে তাকালে দেখা যাবে যে, এই ফোনটিতে অক্টাকোর প্রসেসার আছে, এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 16GB যাকে 128GB অব্দি বাড়ানো যাবে.
LG র এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে, যার রেজিলিউশন 1280x720p. এছাড়া এই ডিভাইসটি ফাস্ট চার্জিংও সাপোর্ট করে. ক্যামেরার দিকে দেখলে দেখা যাবে যে এই ফোনে প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সাল আর এর সেকেন্ডারি ক্যামেরা 5 মেগাপিক্সালের.
আরো দেখুন: Jioর সঙ্গে এখন আছে 108.9 মিলিয়ান ইউজার্স
আরো দেখুন: Vivo X9S Plus স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার যুক্ত হবে?
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile