LG সেকেন্ড স্ক্রিন অ্যাটাচমেন্টের সঙ্গে নতুন ফোন লঞ্চ হতে পারে

Updated on 18-Jan-2019
HIGHLIGHTS

এই বছর ফেব্রুয়ারি মসে ‘Mobile World Congress’ য়ে অনেক কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চ করতে পারে, তবে এর মধ্যে কোন ফোনটি ফোল্ডেবেল হবে তা জানা যায়নি

এমন হতে পারে যে LG র পরবর্তী ফোনে আপনারা দুটি ডিসপ্লে দেখতে পারবেন, এই খবরটি সুনে আপনারা হয়ত অবাক হয়েছেন তবে এই ফোনটি একটি ফোল্ডেবেল ফোন হবে। এটি একটি ফোল্ডেবেল ডিসপ্লের ফোন হবেনা। তবে এতে আপনারা দুটি ডিসপ্লে দেখতে পাবেন।

তবে জানা গেছে যে এই মোবাইল ফোনটি তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে, তবে এই ফোনের নামের বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই ফোনটিতে আপনারা একটি সেকেন্ডারি স্ক্রিন অ্যাটাচমেন্ট পাবেন। আর এই সেকেন্ড স্ক্রিনে আপনারা একটি কেসের সঙ্গে থাকা স্ক্রিন পাবেন। এর মানে এই যে আপনারা এই ডিভাইসে একটি বড় স্ক্রিন সাইজ পাবেন।

আর এই ফোনটি MWC 2019 য়ে লঞ্চ হতে পারে। এই ফোনটি অন্য ফোনের সঙ্গে সামনের মাসে হতে চলা মোবাইল ট্রেড শো তে লঞ্চ করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি যে LG তাদের একটি ফোল্ডেবেল ফোন লঞ্চ করবে, তবে শোনা যাচ্ছে যে এটি ফোল্ডেবেল ফোন হবেনা। আসলে এই ফোনে দুটি স্ক্রিন থাকবে তবে এটি ফোল্ডেবেল ফোন হবেনা।

Connect On :