প্রথম ফ্ল্যাশ সেলের মাত্র 12 মিনিটেই শেষ হল LGW10 আর LG W30

Updated on 04-Jul-2019
HIGHLIGHTS

এই সেল অ্যামাজনে হয়েছিল

ফোন দুটি ভারতে গত সপ্তাহে লঞ্চ করা হয়েছে

আপনারা জানেন যে সবে ভারতে LG তাদের বাজেট সেগমেন্টের W সিরিজ ফোন লঞ্চ করেছে। আর এই ফোনের মধ্যে LG W10 আর LG W30 ফোন দুটির প্রথম ফ্ল্যাশ সেল অ্যামাজনে অনুষ্ঠিত করা হয়েছিল। আর কোম্পানি জানিয়েছে যে এই ফোনের প্রথম ফ্ল্যাশ সেলে প্রথম 12 মিনিটের মধ্যেই দুই ফোন বিক্রি শেষ হয়।

LG W10 স্পেসিফিকেশান

এই ফোনটিতে আপনারা একটি 6.19 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এটি অক্টা কোর হেলিও P22 প্রসেসার যুক্ত। আর এই ফোনে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা 13MP আর একটি 5MP র ক্যামেরা আছে।আর এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা আছে।

আর এর সঙ্গে এই LG W10 ফোনে আপনারা 4,000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে এর সঙ্গে ডুয়াল 4G সিম আছে আর এটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে কিনতে পারবেন।

LG W30 ফোনটির স্পেসিফিকেশান

LG W30 ফোনটিতে আপনারা একটি 6.26 ইঞ্চির HD+IPS ডট ফুলভিজান ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা অক্টা কোর হেলিও P22 পাবেন। ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে এর সঙ্গে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা পাবেন।ট্রিপেল রেয়ার ক্যামেরাতে এই ফোনে 12MP+13MP+2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 16MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

LG W10 আর LG W30 র দাম

LG W30 ফোনটিতে আপনারা 9,999 টাকা পাবেন। আর এর W10 ফোনটির দাম 8,999। 
 

Connect On :