LG V50 ThinQ 5G ফোনের দাম জানা গেছে, 19 এপ্রিল এই ফোনটি সেলে আসবে

LG V50 ThinQ 5G ফোনের দাম জানা গেছে, 19 এপ্রিল এই ফোনটি সেলে আসবে
HIGHLIGHTS

LG V50 ThinQ 5G ফোনটিকে কোম্পানি MWC র সময়ে নিয়ে এসেছিল আর এবার এইফোনটির দাম জানা গেছে আর এটি 19 এপ্রিল কোরিয়াতে সেলের জন্য আসবে

LG তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে LG V50 ThinQ 5G50 ThinQ 5G কে ফেব্রুয়ারি মাসে MWC র সময়ে দেখা যেতে পারে। আর এবার কোম্পানি জানিয়েছে যে এই ডিভাইসটি 19 এপ্রিল কোরিয়াতে বিক্রি করা হবে আর এর দাম 1,199,000 won (US$ 1055 / Rs 73,105 প্রায়) হবে। ডুয়াল স্ক্রিন অ্যাক্সেস যুক্ত ফোনের দাম 2,19,000 won (US$ 192 / Rs 13,350 প্রায়) রাখা হয়েছে আর এর অ্যাক্সেসারিজ মে পর্যন্ত ফোনে কেনা যাবে আর ফ্রি অফার কস্টে পাওয়া যাবে।

এই ফোনটিতে কোম্পানি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ করেছিল, আর এছাড়া এই ফোনে কোয়াল্কমের X50 মোডেমও আছে, যা 4G কে প্রায় 20 গুন বেশি স্পিড দেয়।

এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির OLED ডিসপ্লে পাবেন। আর এছাড়া এতে আপনারা একটি পাঞ্চ হোল ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা একটি 8MP র স্ট্যান্ডার্ড ক্যামেরার সঙ্গে একটি 5MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি ট্রিপেল ক্যামেরা পাবেন আর এই ফোনে 12MP+12MP আর একটি 16MP র ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা আর অন্যটি টেলিফটোলেন্স পাবেন, আর এর তৃতীয় ক্যামেরা একটি আলট্রা ওয়াইড ক্যামেরা যুক্ত।

এই ফোনে আপনারা একটি 4,000mAh য়ের ব্যাটারি পাবেন, আর এর সঙ্গে এই ফোনে আপনারা কোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন না। তবে LG ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রেয়ার প্যানেলে রেখেছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে আপনারা ফেস স্ক্যানিং করতে পারবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo