LG V40 স্মার্টফোনটিকে নিয়ে নতুন লিক সামনে এল, এই রকম ডিজাইন যুক্ত হবে

Updated on 28-Aug-2018
HIGHLIGHTS

LG খুব তাড়াতাড়ি তাদের LG V40 স্মার্টফোনটি লঞ্চ করে দেবে আর এই ডিভাইসটিকে নিয়ে অনেক লিক আর গুজব সামনে এসেছে

 LG খুব তাড়াতাড়ি তাদের LG V40 স্মার্টফোনটি লঞ্চ করে দেবে আর এই ডিভাইসটিকে নিয়ে অনেক লিক আর গুজব সামনে এসেছে। এই ডিভাইসের ক্যামেরার বিষয়েই শুধু কিছু জানা যায়নি। তবে এই ফোনের স্পেসিফিকেশান সামনে এসেছে। এই ডিভাইসের বিষয়ে অনেক কিছু জানা গেছে, আর আমারা যদি এর লিকের বিষয়টি দেখি তবে এই ডিভাইসের ডিজাইন কেমন হবে তা আপনাদের বলে রাখি। স্লোসালিকের মাধ্যমে একটি নতুন লিক সামনে এসেছে আর সেখানে এই ডিভাইসের বিষয়ে অনেক কিছু জানা গেছে। 360 ডিগ্রি ভিডিও লিকও দেখা গেছে। আর এই ডিভাইসের সব অ্যাঙ্গেল এতে দেখা গেছে।

আমারা যদি এই ফোনের এর আগের কিছু লিকের দিকে খেয়াল করি তবে দেখা যাবে যে এই ডিভাইসটি এর মধ্যেই লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। আর এটা দেখে এই মনে হয় যে এই ডিভাইসটি আগস্টের শেষে লঞ্চ করা হতে পারে, আর এও হতে পারে যে এই ডিভাইসটি IFA 2018 য়ে লঞ্চ করা হবে।

আমরা যদি এই ফোনটির স্পেক্স দেখি তবে দেখা যাবে যে এই ফোনটিকে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসাবে লঞ্চ করা হবে। এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট থাকার সম্ভাবনা আছে। আর এই ডিভাইসে একটি নচ থাকতে পারে এই ডিজাইন আমরা iPhone X য়ে দেখেছি।

 

Connect On :