LG V30 অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে লঞ্চ হল

Updated on 01-Sep-2017
HIGHLIGHTS

বার্লিনে LG V30 স্মার্টফোনটি IFA 2017 এর একদিন আগে লঞ্চ হয়েছে

LG V30 ফোনটিতে 6 ইঞ্চির OLED QuadHD+ ফুল ভিসান ডিসপ্লে যুক্ত যার রেজিলিউশান 2880x1440p আর এটি 18:9 অ্যাস্পকেট রেসিও যুক্ত। আর এটি কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক যুক্ত।

এই হ্যান্ডসেটটিতে 4GB LPDDR4 র‍্যাম আর দুটি ইন্টারনাল স্টোরেজের অপশান আছে এটি দুটি ভেরিয়েন্টের সঙ্গে এসেছে- 64GB আর 128GB যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 2TB অব্দি বাড়ানো যায়। এই ডিভাইসে 3,300mAh এর ব্যাটারি আছে আর এটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.1.2তে চলে। কোম্পানি দাবি করেছে এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরেওর আপডেট পাবে। এই ফোনে একটি অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে।

এই ফোনটিতে ইন্টেলিজেন্স রেয়ার ক্যামেরা সেটআপ আছে। যা গোরিলা গ্লাস 4 প্রোটেক্সান যুক্ত। এর ব্যাকে 16 মেগাপিক্সালের আর 13 মেগাপিক্সালের ক্যামেরা আছে। যা f1.6 অ্যাপার্চার লেন্স যুক্ত। আর এই ফোনের  13MP’র ক্যামেরাটি f2.2 অ্যাপার্চার আর 90 ডিগ্রির ফ্লিড ভিউয়ের সঙ্গে আছে।

এলজির এই ফোনটিতে 32 বিট Hi-Fi কোয়াড DAC আর B&O PLAY আছে। এছাড়া হাই রেজিলিউশানের অডিও স্ট্রিমিং আর জন্য এই স্মার্টফোনটিতে মাস্টার কোয়ালিটি অথন্টিকেটেড (MQA) টেকনলজি ফিচার যুক্ত। LG V30 স্মার্টফোনে IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স আছে এই ফোনটির ওজন 158 গ্রাম।

কানেক্টিভিটির জন্যে এই ফোনটিতে फोन 4G, Wi-Fi 802.11 a, b, g, n, ac, ব্লুটুথ 5.0 BLE, NFC আর একটি USB টাইপ- C 2.0 পোর্ট (3.1 ক্মপ্যাটিবেল) সাপোর্ট করে। V30 ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে আর এই স্মার্টফোনটি ব্ল্যাক, ক্লাউড সিলভার, মোরাকান ব্লু আর লেভেন্ডার কালার অপশানে পাওয়া যাবে।

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

Connect On :