LG V30, 6 ইঞ্চি QHD+ P-OLED ফুল ভিসান ডিসপ্লে আর কর্নিং গোরিলা গ্লাস 5 যুক্ত হবে
কোম্পানি জানিয়েছে যে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন এরকম প্রথম ডিভাইস হবে যা প্লাস্টিক OLED ফুল ভিসান ডিসপ্লে যুক্ত হবে
কোম্পানি জানিয়েছে যে LG V30 6 ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে। কোম্পানি দাই করেছে যে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন এরকম প্রথম ডিভাইস হবে যা প্লাস্টিক OLED ফুল ভিসান ডিসপ্লে যুক্ত হবে।
কোম্পানি বলেছে যে LG’র পরবর্তী ফ্ল্যাগশিপ LG V30, 6 ইঞ্চির QHD+ OLED ফুল ভিসান, 2880 x 1440 পিক্সাল রেজিলিউশান যুক্ত হবে। এর সঙ্গে তারা এও জানিয়েছে যে V20’র তুলনায় V30, 20 % বেশি ওপরে আর 50% এর নিচে বেজেল ফ্রি হবে। আর এটি কর্নিং গোরিলা গ্লাস 5 আর শাটার রেস্টিং টেকনলজি যুক্ত হবে।
এছাড়া এর OLED ডিসপ্লে ডিজিটাল ইমেজের জন্য 148% sRGB কালার স্পেস আর ডিজিটাল সিনেমার জন্য 109% DCI-P3 কালার স্পেস ডেলিভার করে। এর ডিসপ্লেটি HDR 10 সাপোর্ট করে আর এটি LCD’র থেকে 10 গুন বেশি দ্রুত রেসপন্স করে।
এই স্মার্টফোনটি OLED টেকনিক যুক্ত হবে যা P-OLED নামে পরিচিত হবে। এটি একটি গ্লাস বেস কার্ভড যা বেশি শক্তিশালী হবে।
LG V30 স্মার্টফোনটি 31 আগস্ট IFA 2017 তে লঞ্চ হবে, এটি বার্লিনে অনুষ্ঠিত হবে। এই স্মার্টফোনটি অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন কোয়াল্কম 835 প্রসেসার ক্লকড 1. 9GHz যুক্ত হবে। এই ডিভাইসে 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে।