ভারতে’র বাজারে প্রস্তুত হতে চলেছে LG V20, অ্যান্ড্রয়েড ৭.০ নগাট দিয়ে সজ্জিত

ভারতে’র বাজারে প্রস্তুত হতে চলেছে LG V20, অ্যান্ড্রয়েড ৭.০ নগাট দিয়ে সজ্জিত
HIGHLIGHTS

৫ মেগাপিক্সেল, ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স-যুক্ত ফ্রন্ট ক্যামেরার সাহায্যে দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ রয়েছে ‘অটো শট’ প্রযুক্তি৷

সম্প্রতি জানা গেল অ্যান্ড্রয়েড ৭.০ আপডেট বিশিষ্ট LG-র প্রথম স্মার্টফোন V20-র দাম৷ ভারতে স্মার্টফোনটির মুক্তি আসন্ন৷ হ্যান্ডসেটটির দাম ধার্য হয়েছে ৪৯,৯৯০ টাকা৷ তবে ঠিক কবে ফোনটি ভারতে লঞ্চ করবে, সেটা এখনও জানা যায়নি৷

আরও দেখুন : ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত

চলতি বছরের সেপ্টেম্বরে সান ফ্রান্সিসকোতে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে স্মার্টফোনটি৷ LG V20-তে রয়েছে ৫.৭ ইঞ্চির আইপিএস কোয়ান্টাম প্রাইমারি ডিসপ্লে, রয়েছে একটি সেকেন্ডারি ডিসপ্লেও৷ LG V10 হ্যান্ডসেটেও এই ফিচার দেখা গিয়েছিল৷

এর ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সাহায্যে ১৩৫ ডিগ্রি পর্যন্ত ছবি ও ভিডিও তোলা যাবে৷ রয়েছে ১৬ মেগাপিক্সেলের আরেকটি রিয়ার ক্যামেরা৷ ৫ মেগাপিক্সেল, ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স-যুক্ত ফ্রন্ট ক্যামেরার সাহায্যে দুর্দান্ত সেলফি তোলা যাবে৷ রয়েছে ‘অটো শট’ প্রযুক্তি৷ ‘স্মাইল ডিটেকশন’ প্রযুক্তির সাহায্যে হাসলেই ছবি উঠবে এই ফোনে৷ সঙ্গে এইচডি ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ তো রয়েছেই৷

অন্যান্য স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক৷ ৪ জিবি র‍্যামের এই হ্যান্ডসেটে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর৷ ৩২ ও ৬৪ জিবি-র দুটি স্টোরেজ ক্যাপাসিটির ফোন বাজারে আসবে৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে মেমোরি এক্সপ্যান্ডেবল ২৫৬ জিবি পর্যন্ত৷ এই ফোনের ব্যাটারি ৩২০০mAh-এর৷

আরও দেখুন : মিজু M5 স্মার্টফোন 5.2 ইঞ্চি HD ডিসপ্লে এবং 3070mAh ক্ষমতা ব্যাটারি’র সঙ্গে বাজারে প্রস্তুত

আরও দেখুন : 5.2 HD ডিসপ্লে সহ বাজারে এল LG U, 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo