LG V10 অ্যান্ড্রয়েড নোউগাটের আপডেট পাচ্ছে
এই স্মার্টফোনটিকে 2015 সালে লঞ্চ করা হয়েছিল
LG’র স্মার্টফোন LG V10 এবার কোরিয়াতে অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে। এই স্মার্টফোনটিকে 2015 সালে লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনটির ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এতে 5.7-ইঞ্চির QHD ডিসপ্লে আছে, যার রেজিলিউশন 2560 x 1440 পিক্সাল।
এই ডিসপ্লের ওপরে একটি টিকার ডিসপ্লেও দেওয়া হয়েছে যা অন থাকে। সেকেন্ডারি ডিসপ্লের সাইজ 2.1 ইঞ্চি। আপনি টিকার ডিসপ্লেতে আবহাওয়া, সময়, তারিখ আর ব্যাটারি লেভেলের অবস্থা দেখতে পারবেন।
আরও দেখুনঃ Vertu নিয়ে এল বিশ্বের সবথেকে দামি ফিচার ফোন
এই স্মার্টফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 808 প্রসেসার আর 4GB র্যাম যুক্ত। এই স্মার্টফোনটিতে 64GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 5.1.1 ললিপপ অপারেটিং সিস্টেমে কাজ করে।
এর সঙ্গে এতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি f/1.8 অ্যাপার্চার আর OIS 2.0 যুক্ত। এর সঙ্গে এতে 3000mAh এর ব্যটারি দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ডাইমেনশন 159.6 x 79.3x 8.6mm আর এর ওজন 192 গ্রাম।
4G সাপোর্ট ছাড়া এই স্মার্টফোনটিতে ওয়াই-ফাই 802.11 a/b/g/n/ac, ব্লুটুথ 4.1, NFC, USB 2.0 কানেক্টিভিটি ফিচার আছে। এই স্মার্টফোনটি স্পেস ব্ল্যাক, লাইট হোয়াইট, মর্ডান ব্ল্যাক, এশিয়ান ব্লু আর অ্যাপেল ব্লু কালার ভেরিয়েন্টে পাওয়া যায়।
আরও দেখুনঃ Xiaomi Mi Max 2 জুলাইতে ভারতে লঞ্চ হতে পারে