16 মেগাপিক্সালের ক্যামেরা যুক্ত LG Q9 one অ্যান্ড্রয়েড ওয়ান ফোনটি লঞ্চ হল

Updated on 13-Feb-2019
HIGHLIGHTS

LG ব্র্যান্ড তাদের লেটেস্ট স্মার্টফোন LG Q9 One ফোন লঞ্চ করে দিয়েছে, ডিসপ্লে নচের সঙ্গে এই ফোন LG Q9 ফোনের পরে আনা হয়েছে, আর এই ফোনটি HDR10 আর OIS সাপোর্ট করে

হাইলাইট

  • অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ এই স্মার্টফোনটি
  • ফোনটি স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত
  • এতে ডিসপ্লে নচ আছে

 

LG Q9 One, অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ হওয়ার সঙ্গে সঙ্গে LG র লেটেস্ট লঞ্চ হিসাবে এসেছে। আর এই ফোনে আপনারা যদি এর স্পেশালিটির বিষয়ে বলেন তবে LG Q9 য়ের পরে এই ফোনটি আসবে। আর এই নতুন LG Q9 One ফোনটিতে ডিসপ্লে নচ, সিঙ্গেল রেয়ার ক্যামেরা আছে। আর এর সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড পাই আছে আর এটি স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত। আর এর সঙ্গে এই ফোনটি মরোক্কান ব্লু কালারে পাওয়া যাবে।

LG Q9 One স্মার্টফোনের দাম আর অন্যান্য ডিটেল

LG Q9 One ফোনটি 15 ফেব্রুয়ারি থেকে LG U+ য়ে আসবে। আর LG Q9 One ফোনটি কোরিয়াতে KRW 599,500 মানে প্রায় 37,900 টাকায় লঞ্চ করা হয়েছে। আর ভারতে এই ফোনটি কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

LG Q9 One ফোনটির স্পেসিফিকেশান

ডিসপ্লে

LG Q9 One স্মার্টফোনে আপনারা 6.1 ইঞ্চির QHD+(1440x3120p) ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এর সঙ্গে এই ফোনটি লম্বা আর চওড়া 153.2×71.9×7.9 মিলিমিটার আর এর ওজন 156 গ্রাম।

ক্যামেরা

আমরা যদি ক্যামেরা সেটআপের বিষয়ে বলি তবে LG Q9 One ফোনে আপনারা ছবি তোলার জন্য 16 মেগাপিক্সালের রেয়ার সেন্সার পাবেন আর এর অ্যাপার্চার f/1.6 । আর এটি HDR 10 আর OIS সাপোর্ট যুক্ত। আর সেলফি আর ভিডিও কলিং য়ের জন্য 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন।

প্রসেসার

অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ আর এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড পাইতে চলে। স্পিড আর মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আর 4GB র‍্যাম দেওয়া হয়েছে।

স্টোরেজ

ছবি ভিডিও বা অন্যান্য জিনিসের জন্য এই ফোনে 64GB র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এর সঙ্গে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

ব্যাটারি

LG Q9 One ফোনে 3,000mAH য়ের ব্যাটারি আছে আর এটি কোয়াল্কম কুইক চার্জ 3 প্রযুক্তি যুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য এই ফোনে ব্লুটুথ 5.0 nfc, Wi-Fai 802.11 a/b/g/n/ac, FM রেডিও USB টাইপ C পোর্ট দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই LG Q9 One ফোনে IP 68 আর  MIL STD 810 G মিলিট্রি গ্রেড সার্টিফিকেশান আছে।

Connect On :