LG Q8 স্মার্টফোনটির দাম জানা গেল
LG Q8 এর দাম KRW 616,000 (প্রায় Rs 34,969)
LG Q8 ফোনটি জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। তবে তখন এই ফোনটির দামের বিষয়ে কিছু জানা যায়নি, কিন্তু কোরিয়াতে এবার এই ডিভাইসটি লঞ্চ করা হয়েছে। এখানে এর দাম KRW 616,000 (প্রায় Rs 34,969)। এটি আরবান টাইটেন স্পিট পিংক রঙে পাওয়া যাচ্ছে।
LG Q8 ফোনটিতে মেটাল বডি আছে। এটি IP67 সার্টিফিকেশান যুক্ত। যার ফলে এটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত। এই ফোনটিতে 5.2-ইঞ্চির কোয়াড কোর HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 2560 x 1440 পিক্সাল। এর পিক্সাল ডেনসিটি 564ppi। এতে একটি সেকেন্ডারি ডিসপ্লেও আছে।
LG Q8 ফোনটিতে কোয়াড কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 820 প্রসেসারের সঙ্গে অ্যাড্রিনো 530 GPUও আছে। এই ফোনটি 4GB র্যাম যুক্ত। এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB আস্র এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 2TB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট আছে।
এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এর একটি সেন্সার 13MP’র আর অন্য একটি সেন্সার 8MP’র। এই ফোনের সামনের দিকে 5MP’র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে একটি 3000mAh এর ব্যাটারি আছে। এটি একটি 4G LTE ফোন।
আজকের সেরা ডিল ফ্লিপকার্টে (২৫ আগস্ট)