LG Q6 লঞ্চ হল, অ্যামাজন ইনন্ডিয়াতে পাওয়া যাচ্ছে

Updated on 10-Aug-2017
HIGHLIGHTS

কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন G6 এর পরে LG Q6 প্রথম স্মার্টফোন যাতে ফুল ভিসান ডিসপ্লে আছে

LG তাদের মিড রেঞ্জ স্মার্টফোন Q6 লঞ্চ করেছে যা অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির দাম Rs 14,999। এই ফোনটিতে 7000 সিরিজ অ্যালুমিনায়াম দিয়ে বানানো হয়েছে। আর এটি MIL-STD-810G এর সঙ্গে পাওয়া যায়। এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে যা 2160 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই ডিসপ্লের রেশিয়ো 18:9 আর এটি স্মার্টফোনের স্ক্রিন-টু-বডি রেশিয়ো অফার করে। এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

LG Q6 কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 চপিস্টেক, 3GB র‍্যাম, 32GB স্টোরেজ যুক্ত আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো সম্ভব। Q6 স্মার্টফোনটি অটো ফোকাসের সঙ্গে 13MP’র রেয়ার শুটার আর LED ফ্ল্যাশ যুক্ত। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 5MP’র। এই ক্যামেরাকে 100 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে সেলফি নেওয়া যায়।

কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে WiFi 802.11 b/g/n, WiFi ডাইরেক্টার, ব্লুটুথ 4.2 এর সঙ্গে A2DP, GPS এর সঙ্গে A-GPS, NFC আর USB টাইপ C পোর্ট সাপোর্ট করে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের বদলে ফেসিয়াল রেকনিজেশান আছে। এই স্মার্টফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে। আর এটি এস্ট্রো ব্ল্যাক আর আইস প্ল্যাটিনাম কালার ভেরিয়েন্টে পাওয় যাচ্ছে। 

এসে গেল ফ্লিপকার্টের ‘বিগ ফ্রিডাম সেল’

Connect On :