LG G7 একটি লিক পোস্টারে নতুন রঙে দেখা গেছে, জানুন কোন রঙে এটি দেখা গেছে

LG G7 একটি লিক পোস্টারে নতুন রঙে দেখা গেছে, জানুন কোন রঙে এটি দেখা গেছে
HIGHLIGHTS

LG G7 স্মার্টফোনটি MWC 2018তে কাউকে না জানিয়ে প্রাকিভেট ক্লাইন্টদের দেখানো হয়েছিল

আপনাদের আসা করি মনে আছে যে LG G7 স্মার্টফোনটি  MWC 2018তে কিছু প্রাইভেট ক্লাইন্টদের অন্য কাউকে না জানিয়ে দেখানো হয়েছিল। তবে তখন কেউ একটি ভিডিও রেকর্ড করে নেয় আর লিক ভিডিওতে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনটি মানে LG G7 notch ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে, আর এছাড়া এও জানা গেছে যে এরকম হলে এর সঙ্গে iPhone X য়ের অনেক মিল থাকবে। এই স্মার্টফোনটি নিতে কিছু না কিছু সামনে এসেই চলেছে। আর এবার একটি নতুন পোস্টার সোশালিকের মাধ্যমে সামনে এসেছে। সেই পোস্টারে এই স্মার্টফোনটির একটি নতুন কালার ভেরিয়েন্ট দেখা গেছে।

তবে নতুন রঙ ছাড়া এই লিক পোস্টার থেকে এও জানা গেছে যে এই স্মার্টফোনটিতে notch ডিজাইন থাকবে। আর এছাড়া এর রঙের কথা যদি বলা হয় তবে এটি লাইট গ্রিন কালারে দেখা গেছে। আর এবার আপনাদের বলে রাখি যে এই রঙে এই ফোনটি আসতে পারে। Flipkartয়ে এই গেমিং গ্যাজেট গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই ছবিটিতে আপনারা দেখতে পারবেন যে এই স্মার্টফোনটির বটমে একটি বেজেল থাকবে, আর সেখানে LG’র লোগো দেখা যাচ্ছে। আর এছাড়া এই স্মার্টফোনটি সম্পূর্ণ ভাবে আল্ট্রা-থিন বেজেলের সঙ্গে আস্তে অপারে। আর এছাড়া এই স্মার্টফোনটিতে কার্ভ রেয়ার প্যানেল আছে। আর এর সঙ্গে এতে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে। আর এছাড়া আপনারা এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেখতে পাচ্ছেন।

সম্প্রতি সামনে আসা একটি লিকে দেখা গেছিল যে এই স্মার্টফোনটি একটি OLED  প্যানেলের সঙ্গে লঞ্চ করা হতে পারে আর এছাড়া এতে একটি 6.1-ইঞ্চির MLCD+ফুলভিজান ডিসপ্লে আছে। আর এছাড়া notch স্মার্টফোনটিতে দেখা গেছে। আর এই স্মার্টফোনটিতে একটি 19.5:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আছে। আর এর স্ক্রিন রেজিলিউশান 3120×1440 পিক্সা। এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 845 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।

ফোনটিতে ফটোগ্রাফ্রির জন্য একটি 16-মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে আর এর সঙ্গে এতে একটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাওয়া যাবে। আর এই ফোনটির দামের বিষয়টিও এবার দেখে নেওয়া যাক। এর দাম 850ডলার থেকে 950 ডলারের মধ্যে হতে পারে। আর কোম্পানি এই স্মার্টফোনটিকে এপ্রিলে লঞ্চ করতে পারে। আর ফোনটি বাজারে আসতে আসতে মে মাস হয়ে যেতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo