LG G7 ফোনটি এন্ডভান্স আইরিস স্ক্যানার যুক্ত হতে পারে

Updated on 11-Dec-2017
HIGHLIGHTS

এই প্রযুক্তি সুধুই ডিভাইস আনলক করার জন্য ব্যবহার হবে তা নয় এটি ইউজার্সদের স্টেবিলাইজেশানের সুবিধাও দেবে

LG’র একটি পেটেন্ট থেকে জানা গেছে যে কোরিয়ার এই কোম্পানিটি একটি অ্যাডভান্স আইরিশ স্ক্যানারের ওপর কাজ করছে, যা কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ LG G7 ফোনটিতে দেখা যাবে। এটি শুধু ডিভাইস অয়ানলক করতেই ব্যবহার করা হবে তা নয় বরং এটি ইউজার্সদের স্টেবিলাইজেশানের খবর সুরক্ষিত রাখতেও সাহজায় করবে।

আইরিশ স্ক্যানার চোখের বায়োমেট্রিক বিশেষত্বকে দেখবে আর একটি হাল্কা স্ক্রিন আর একটি গভির স্ক্রিনের সঙ্গে সেট করে, কারন আইরিশ স্ক্যানারে পরিবর্তন হয় আর এর ওপর এটির প্রকাশ নির্ভর করে। সেন্সসার চেক করার জন্য আপনি যা করতে চান তা আপনি এই ফোনের মালিক হলে স্টেবিলাইজেশান অ্যাপ খুলে যাবে।

সাধারনত আইরিশ স্ক্যানারে ইনফারেড লাইটের সঙ্গে কাজ করে। কিন্তু LG একটি ক্যামেরা নিয়ে এসেছে যা ইনফারেডের রেগুলার লাইটে পৌঁছাতে পারে। এর মানে এই হতে পারে যে ফ্রন্ট ক্যামেরা আর সেন্সার কম হয়ে যাবে।

সোর্সঃ

Connect On :