LG G6 স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসারের সঙ্গে ভারতে লঞ্চ হল

Updated on 24-Apr-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটি প্রথম দিন কিনলে Rs.10,000 এর ক্যাশব্যাক পাওয়া যাবে

মোবাইল তৈরির কোম্পানি Samsung এর Samsung Galaxy s8 আর Samsung Galaxy s8 Plus লঞ্চ হওয়ার পরে এবার LG তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G6 ভারতে লঞ্চ করে দিল.

ভারতে এই স্মার্টফোনের দাম Rs.51,990 করা হয়েছে. এই ডিভাইসটি কাল থেকে অ্যামাজনে পাওয়া যাবে. এই ডিভাইসটি প্রথম দিন কিনলে এতে Rs.10,000 এর ক্যাশব্যাক পাওয়া যাবে.

আরো দেখুন: Huawei Enjoy 7 Plus 4,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

এই ক্যাশব্যাক HDFC আর SBI কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে. এছাড়া রিলায়েন্স জিওর সঙ্গে এবার এই ডিভাইসটিতে আপনি মার্চ 2018 অব্দি 100GB ফ্রি ডাটা পাবেন. এছাড়া জিওতে করা এই রিচার্জে 10GB এক্সট্রা 4G ডাটা ফ্রি পাওয়া যাবে.

কোম্পানি তাদের Rs.9,990 দামের নিজদের sports Bluetooth headset ও লঞ্চ করেছে. LG G6 কিনলে এই হ্যান্ডসেটটিতে আপনি 50% ছাড় পাবেন.

এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে. এই ডিভাইসে র্যাম 4GB আর স্টোরেজের জন্য এই ডিভাইসে 32 আর 64GB র স্টোরেজ অপশন আছে যা 2TB অব্দি বাড়ানো যায়. 

আরো দেখুন: Samsung Galaxy Amp Prime 2, 2600mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

আরো দেখুন: Airtel নিয়ে এল Rs.299 দামের নতুন প্ল্যান

সোর্স:

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :