চমৎকার ডিজাইনের LG G6 স্মার্টফোন 5.7 ইনচ ডিসপ্লে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এর সাথে লঞ্চ

চমৎকার ডিজাইনের LG G6 স্মার্টফোন 5.7 ইনচ ডিসপ্লে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট এর সাথে লঞ্চ
HIGHLIGHTS

ডলবি ভিশন এবং এইচডিআর 10 প্রযুক্তি সমর্থন করা এইটা প্রথম স্মার্টফোন।

দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান LG তাদের ফ্ল্যাগশিপ ফোন G6 উন্মোচন করেছে। স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মুক্ত হওয়া এই স্মার্টফোনটির চমৎকার ডিজাইন খুব সহজেই গ্রাহকদের নজর কাড়বে।

ডিভাইসটি কোম্পানির জলরোধক প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের ফোনটির ডিসপ্লতে রয়েছে গরিলা গ্লাস ৪ প্রযুক্তি। এ ছাড়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং ৩২ এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সংস্করণে পাওয়া যাবে এই ফোন।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

ছবি তোলার জন্য ফোনটির পিছনে রয়েছে ফ্ল্যাশসহ ১৬ এবং ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট চালিত এই ফোন কালো, সাদা এবং আইস প্লাটিনাম রঙে পাওয়া যাবে।

এছাড়া বলে দি যে LG G6 গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। এর আগে এই বৈশিষ্ট্য শুধুমাত্র গুগল পিক্সেল স্মার্টফোনে সমর্থন করত। গুগল অ্যাসিস্ট্যান্ট ওই সময় ও জিজ্ঞাসাগুলির উত্তর দিতে পারে যখন ফোনের স্ক্রিন বন্ধ থাকবে। এছাড়া এই ফোনে IP68 জলরোধক ও ধুলরোধক বৈশিষ্ট্য রয়ছে। LG G6 3300mAH ব্যাটারি দিয়ে সজ্জিত করা। এই ব্যাটারি নন রিমুভাল।

প্রসঙ্গত, ফোনটি কোরিয়ার বাজারে ১০ মার্চ থেকে পাওয়া যাবে। শুরুতে দাম হবে ৭৯৬ মার্কিন ডলার।

আরও দেখুন : এবার টিভিতেও করতে পারবেন ফেসবুক! ফেসবুক স্মার্ট টিভি’র জন্য লঞ্চ করে ভিডিও অ্যাপ

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি S8 স্মার্টফোন উন্মুক্ত হবে ২৯ মার্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo