LG G6 স্মার্টফোনটির দাম Rs 10,000 কমল
By
Aparajita Maitra |
Updated on 01-Jun-2017
HIGHLIGHTS
এই স্মার্টফোনটি MWC 2017 তে লঞ্চ করা হয়েছিল
LG’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন LG G6 এর দাম আরও একবার অনেক কমে গেল। এই ডিভাইসটির আসল দাম Rs. 51,990। এবার এই স্মার্টফোনটি Rs 41,999 তে কেনা যাবে। এই স্মার্টফোনটিকে MWC তে লঞ্চ করা হয়েছিল।
ভারতে এই স্মার্টফোনটির দাম Rs 53,000 থেকে से Rs 54,000 অব্দি হতে পারে। LG’র এই স্মার্টফোনটির ডিসপ্লে 5.7 ইঞ্চির। এই ডিভাইসের স্ক্রিন অ্যাস্পেক্টার রেশিও 18:9 আর এর রেজিলিউশন 2880 x 1440p।
এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এই ডিভাইসের র্যাম 4GB’র আর এর স্টোরেজ 32 GB আর 64GB দুটি অপশন যুক্ত। একে 2TB অব্দি বাড়ানো যায়।
এই ডিভাইসটির ক্যামেরা 13 মেগাপিক্সালের। এর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নোউগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এছাড়া এই ডিভাইসে গুগল অ্যাসিস্টেন্স ফিচার আছে।