LG G6 এর দাম আবার অনেক কমে গেল

Updated on 15-Jun-2017
HIGHLIGHTS

LG G6 এই বছরের এপ্রিলে Rs. 51,990 দামে লঞ্চ করা হয়েছিল

LG G6 এর ওপর কিছুদিন আগেই Rs. 10,000’র ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছিল, আর ডিস্কাউন্টের পরে এটি মাত্র Rs. 41,999 দামে পাওয়া যাচ্ছিল। এই ফোনটি এই বছর এপ্রিলে Rs. 51,990 দামে লঞ্চ করা হয়েছিল। এবার অ্যামাজনে এই ফোনটি অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এটি এখন Rs. 38,990 দামে অ্যামাজনে পাওয়া যাচ্ছে। এর দাম Rs. 13,000 কমে গেছে। তবে এই ছাড় অল্প কিছু সময়ের জন্য পাওয়া যাবে। এই ডিলের সুযোগ নিতে হলে আপনাকে অ্যামাজন প্রাইম ইউজার হতে হবে।
 
LG’র এই ডিভাইসে 5.7 ইঞ্চির ডিসপ্লে আছে। এই ডিভাইসের স্ক্রিনের অটোফোকাস রেসিও 18:9 আর রেজিলিউশন 2880 x 1440p।
 
এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে। এই ডিভাইসের র‍্যাম 4GB আর এর ইন্টারনাল স্টোরেজ 32 আর 64GB’র দুটি অপশন যুক্ত যা 2TB অব্দি বাড়ানো যায়।

এই ডিভাইসের ক্যামেরা 13 মেগাপিক্সালের। এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সাল। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এছাড়া এইউ ফোনটিতে গুগল অ্যাসিস্টেন্স ফিচার্স আছে।

Connect On :