এই ডিভাইসটিতে 2,000 mah এর ব্যাটারি, 8 মেগাপিক্সালের এলইডি ফ্ল্যাশের সঙ্গে অটোফোকাস ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে
চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি Lephone সোমবার তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, যার দাম 5,499 টাকা। এই ফোনটির নাম 'Lephone W15' এটি ভারতীয় বাজারে এসে গেছে। কোম্পানি এক জায়গায় জানিয়েছে যে এটি একটি ডুয়াল সিম ফোন যাতে 5 ইঞ্চির এইচডি আইপিএস স্ক্রিন আছে। এতে 1.3 গিগাহার্জের কোয়াড কোর প্রসেসারের সঙ্গে 2জিবি র্যাম আর 16জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
এই ডিভাইসে 2,000 mah এর ব্যাটারি, 8 মেগাপিক্সালের এলিডি ফ্ল্যাশ যুক্ত রেয়ার ক্যামেরা যা অটোফোকাস ফিচার্স যুক্ত আর এর ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের।
এই ফোনটি 22 টি ভারতীয় ভাষায় কাজ করে। এই স্মার্টফোনটি এর নিজস্ব দোকানে পাওয়া যাবে। এই ফোনটি গোল্ডেন, পিংক গোল্ড, সিলভার, রেড ইত্যাদি কালারে কিনতে পাওয়া যাবে।